কালো মেঘে বর্ষা এল অবশেষে

এর পাশাপাশি দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে

Must read

প্রতিবেদন: অবশেষে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে, নির্ধারিত সময়ের ৮ দিন পর। ১২ জুন বর্ষা এসেছিল উত্তরে। ১২ তারিখের পর থেকে মালদহে আটকে ছিল মৌসুমি বায়ু। অবশেষে সোমবার সকালেই তা ঢুকে পড়ল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর জেরে সোমবার সকাল থেকেই কলকাতাস-সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস আর দু’তিন দিনের মধ্যে গোটা বাংলা জুড়ে শুরু হয়ে যাবে বর্ষা। এর জেরে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বৃষ্টির ফলে কমবেশি তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলেই অনুমান আবহাওয়া দফতরের।

আরও পড়ুন-ক্ষুদ্র সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার হাত, রাজ্যকে বিশ্বব্যাঙ্কের ১৫০০ কোটি ঋণ

তবে আগামী আরও ৪৮ ঘণ্টা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির জেরে আগামী ৪৮ ঘণ্টা লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধ, বৃহস্পতিবারেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং-সহ পাঁচ জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। বুধ এবং বৃহস্পতিবারে মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বাতিল ৩১৬৪ মনোনয়নপত্র

এর পাশাপাশি দক্ষিণবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার কলকাতা ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

Latest article