ডালাস: এবারের টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটন ঘটে গিয়েছে বৃহস্পতিবার রাতে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছে আমেরিকা। আমেরিকার মতো দলের কাছে হেরে স্পিনারদের কাঠগড়ায় তুলেছেন বাবর আজম। একইসঙ্গে রবিবার ভারতের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে দল ঘুরে দাঁড়াবে জানিয়ে সমর্থকদের আশ্বস্তও করেছেন পাক অধিনায়ক।
হতাশ বাবর বলেছেন, ‘‘ব্যাট করার সময় প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে-তে আমরা বেশি রান তুলতে পারিনি। একের পর এক উইকেট যায়। সেখানেই আমরা পিছিয়ে পড়ি। আমাদের জুটি গড়তে হত। বল হাতেও আমরা পাওয়ার প্লে-তে ভাল পারফরম্যান্স করতে পারিনি। স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি।’’
সুপার এইটে যেতে হলে আমেরিকা ম্যাচ দ্রুত ভুলে যেতে হবে বাবরদের। না হলে নক আউটের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। রবিবারের ভারত ম্যাচ বাবরদের কাছে অগ্নিপরীক্ষা। হতাশাজনক হারের পর পাক অধিনায়ক অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। বাবর বলছেন, ‘‘আমরা শক্তিশালী হয়ে ফিরব। আমরা প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারিনি। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমেরিকা সব বিভাগেই ভাল খেলে জিতেছে।’’
বাবর আরও বলেছেন, ‘‘এই হার হজম করা কঠিন। আমেরিকাকে কৃতিত্ব দিতে হবে। সব বিভাগেই আমাদের টেক্কা দিয়েছে ওরা। পিচ কঠিন ছিল। কিন্তু এটা কোনও অজুহাত নয়। পেশাদারদের যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়।’’
হারের মধ্যেই বল বিকৃতির গুরুতর অভিযোগ পাক পেসার হ্যারিস রউফের (Haris Rauf) বিরুদ্ধে। আমেরিকার পেসার রাস্টি থেরোন সোশ্যাল মিডিয়া পোস্টে আইসিসি-কে ট্যাগ করে লিখেছেন, ‘‘আমরা কি দেখেও দেখব না যে, পাকিস্তান কীভাবে বলের আকৃতি পাল্টে দিচ্ছে? ২ ওভার আগেই বল পরিবর্তন করা হয়েছিল। রিভার্স সুইংয়ের জন্যই কি এমন করা হচ্ছে? আপনারা পরিষ্কার দেখতে পাবেন, বোলিং রান আপে দাঁড়িয়ে হ্যারিস রউফ (Haris Rauf) কীভাবে বুড়ো আঙুলের নখ দিয়ে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করছে।’’
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত, কাতার যেতে পারেন সুনীল