মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত, কাতার যেতে পারেন সুনীল

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ও প্রস্তাবে আপ্লুত সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবলের কিংবদন্তি বৃহস্পতিবার যুবভারতীতে দেশের জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে নামার আগেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পান। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মোবাইল থেকেই সুনীলকে ফোন করে সদ্য প্রাক্তন ভারত অধিনায়ককে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিদায়ী ম্যাচের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন সুনীলকে। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় মুগ্ধ সদ্য প্রাক্তন জাতীয় অধিনায়ক।
যুবভারতীতে জাতীয় দলের নীল জার্সিতে শেষ ম্যাচ খেলে অনেক রাতে টিম হোটেলে ফিরে সংবাদমাধ্যমকে সুনীল বলেন, ‘‘মুখ্যমন্ত্রী খুব ভাল। গোটা কেরিয়ারের জন্য আমাকে উনি শুভেচ্ছা জানিয়েছেন। আমি দারুণ খুশি।’’ মুখ্যমন্ত্রীর প্রস্তাব নিয়ে সুনীলের (Sunil Chhetri) বক্তব্য, ‘‘দেখা যাক ভবিষ্যতে কী হয়। এখনও এই ব্যাপারে কিছু বলার সময় আসেনি।’’
শুক্রবার ৭ জুন থেকে তাঁর নামের সঙ্গে ‘প্রাক্তন’ শব্দ বসে গিয়েছে। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। প্রাক্তন জাতীয় ফুটবলার। অবসরের প্রথম দিনটা একান্তই নিজের মতো করে কাটিয়েছেন পরিবার ও আত্মীয়দের সঙ্গে। কিছুক্ষণের জন্য গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। কিন্তু জাতীয় দলের বৃত্ত থেকে এখনই বেরিয়ে আসতে পারছেন না সুনীল। এখনও সাজঘরের মুহূর্তগুলোর খুব কাছে থাকতে চাইছেন। সব কিছু ঠিক থাকলে দোহা উড়ে গিয়ে ১১ জুন মঙ্গলবার কাতারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে বসে সদ্য প্রাক্তন সতীর্থদের জন্য গলা ফাটাবেন। উঠতে পারেন টিম হোটেলেই।

আরও পড়ুন- নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেল পাকিস্তান

আজ, শনিবার কলকাতা থেকেই দোহা রওনা হচ্ছে ভারতীয় দল। এদিন সুনীল বলছেন, ‘‘অবসর জীবনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এখনও ভারতীয় দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি। সেখানেই জানতে পেরেছি, রিকভারি সেশনের কথা। তাই শুক্রবার রিকভারি করব। কাতারে গ্রুপের শেষ ম্যাচ দেখতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কোচ অনুমতি দিলে যাব।’’
সুনীল আরও বলেন, ‘‘দল কাতার যাচ্ছে। যাত্রাটা খুব মিস করব। নিজের সবটাই উজাড় করে দিয়েছি। ভাল লাগত যদি কুয়েত ম্যাচ থেকে তিন পয়েন্ট পেয়ে যেতাম। তাহলে এখানেই কাজটা শেষ হয়ে যেত। তবে যা হওয়ার হয়েছে। এখনও আমাদের তৃতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, ছেলেরা কাতারে কাজটা সম্পূর্ণ করতে পারবে।’’ কুয়েতের সঙ্গে ড্র করার দিন আফগানিস্তানও গোলশূন্য ড্র করেছে শক্তিশালী কাতারের বিরুদ্ধে। কঠিন হয়ে গিয়েছে অঙ্ক। বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডে যেতে হলে মঙ্গলবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কাতারকে হারাতেই হবে সুনীল-হীন ভারতকে।
১৯ বছরের দীর্ঘ সফরের ক্লান্তি। আবেগ সরিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করলেও পারেননি। সুনীল বলছিলেন, ‘‘কাঁদতে চাইনি। তবু চোখে জল চলে এল। ম্যাচের সময় কিছু মনে হয়নি। কিন্তু খেলা শেষে আর নিজেকে সামলাতে পারিনি। জাতীয় দলের হয়ে আর খেলব না। এটা ভেবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’’

Latest article