ওয়ান্ডারার্সে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে : Virat Kohli

Must read

জোহনেসবার্গ: দেশ ছাড়ার আগে তিনি (Virat Kohli) বলে গিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকায় কখনও সিরিজ জিততে না পারা এবার তাঁদের জন্য মোটিভেশনের কাজ করবে।

সেঞ্চুরিয়নে জিতে বিরাট শুধু তাঁর লক্ষ্যে একধাপ এগোননি, বলছেন ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে তাঁদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করে আছে। ঠিক কী বলেছেন তিনি? এটাই যে, ‘‘সিরিজে দারুণ জায়গায় রয়েছি আমরা। দেশের বাইরে ১-০ এগিয়ে থাকা খুব ভাল ব্যাপার। এতে পরের টেস্টে প্রতিপক্ষকে চাপে রাখা যাচ্ছে। দ্বিতীয় টেস্টে আমাদের জন্য সুবর্ণ সুযোগও রয়েছে। আর সেদিকেই সবাই তাকিয়ে আছি। ওয়ান্ডারার্সে আমরা আরও ইতিবাচক মনোভাব ও জয়ের আশা নিয়ে মাঠে নামতে পারব“।

আরও পড়ুন: ভারতই সেরা টেস্ট দল: Morne Morkel

সেঞ্চুরিয়নে জিতে বিসিসিআই টিভিকে বিরাট (Virat Kohli) আরও বলেন, এই জয় তাঁদের দলের উপর ‘অলরাউন্ড সাইড’-এর তকমা লাগিয়ে দিয়েছে। তাঁর কথায়, সেঞ্চুরিয়ন হল দক্ষিণ আফ্রিকায় কঠিনতম ভেনু। যেখানে ভারত বৃহস্পতিবার ১১৩ রানে প্রথম টেস্ট জিতে নিয়েছে। ‘‘দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ একেবারেই সহজ নয়। আর সেঞ্চুরিয়ন হল সবথেকে কঠিন জায়গা। আমরা সেঞ্চুরিয়নে চার দিনে (একদিন বৃষ্টিতে নষ্ট হয়েছে) টেস্ট জিতেছি। এতে দল হিসাবে নিজেদের শক্তি তুলে ধরতে পেরেছি। আমরা সেঞ্চুরিয়নে জেতার জন্য মাঠে নেমেছিলাম। আমরা এভাবেই খেলি। জয়ের সামান্যতম সুযোগ থাকলেও তার জন্য ঝাঁপিয়ে পড়ি“। বক্তব্য বিরাটের।

ফেলে আসা বছরের দিকে তাকিয়ে বিরাট দেখতে পাচ্ছেন, ভারত অস্ট্রেলিয়াকে তাদের দেশে হারিয়ে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর দল সিরিজে এগিয়ে রয়েছে। বিরাট বলেছেন, তাঁদের এই দল প্রত্যেক ম্যাচ থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিচ্ছে। তাঁর কথায়, ‘‘গত দু-তিন বছরে বিদেশে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি। দল হিসাবে উন্নতি করছি। আর যত খেলছি, ততই যেন আত্মবিশ্বাস বাড়ছে“।

Latest article