প্রতিবেদন : গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে উত্তরাখণ্ডে (Uttarakhand)। এর জেরে চামোলি জেলায় যমুনোত্রী যাওয়ার পথে হাইওয়ের উপর তৈরি নিরাপত্তা প্রাচীর ভেঙে পড়েছে। আটকে পড়েছেন ১০ হাজারেরও বেশি পর্যটক। এঁদের মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু পর্যটক আছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রাস্তা খুলতে কমপক্ষে তিনদিন সময় লাগতে পারে। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন। যমুনোত্রী ধামগামী রাস্তায় এই অঘটনের কারণে চারধাম যাত্রা (Chardham Yatra) শুরুর মুখেই বিপাকে পড়ল।
আরও পড়ুন: নির্লজ্জ! মহিলাকে দিয়ে পা ধোয়ালেন বিজেপি বিধায়ক
কয়েকদিনের বৃষ্টিতে চলতি সপ্তাহের শুরুতেই যমুনোত্রী যাওয়ার পথে ধস নেমেছিল। এবার নতুন করে হাইওয়ের উপর তৈরি করা সুরক্ষা প্রাচীরও ভেঙে পড়েছে। এর ফলে একাধিক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটকে গিয়েছে আশপাশের বেশিরভাগ রাস্তা। ঘটনার খবর পেতেই জোরকদমে উদ্ধার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ। প্রশাসনের পক্ষ থেকে আপাতত ছোট গাড়ির যাত্রীদের উদ্ধারে জোর দেওয়া হচ্ছে। তবে জেলা প্রশাসন সাফ জানিয়েছে, চলতি পরিস্থিতিতে বড় গাড়িগুলিকে বের করে আনা কার্যত অসম্ভব। তবে পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য সেনাবাহিনীকেও কাজে লাগানো হয়েছে। এর আগে বুধবার উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় যমুনোত্রী যাওয়ার পথে জাতীয় সড়কের রনচাট্টি এলাকায় ধস নামার ফলে একাধিকবার ছোট গাড়ি আটকে যায়। যমুনোত্রী ধাম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাইওয়ের উপর এই ধস নেমেছিল। প্রায় সাড়ে চার হাজার পর্যটক আটকে পড়েছিলেন। বৃহস্পতিবার বিকেলেই সেই রাস্তা খুলেছিল। কিন্তু দু’দিনের মধ্যেই সেই রাস্তায় ফের ধস নামল। এদিনের ঘটনায় যমুনোত্রী ধামগামী (Chardham Yatra) ছোট-বড় প্রায় সব গাড়ি আটকে পড়েছে। দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু করেছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।