নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : মোদি জমানায় ৬ লাখের বেশি ভারতীয় গত পাঁচ বছরে ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। নাগরিকত্ব ইস্যুতে স্বীকার করল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বিদেশি নাগরিকদের ভারতের নাগরিকত্ব দেওয়ার বিষয়েও একাধিক চমকপ্রদ তথ্য উঠে এল। তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের জবাবে এই তথ্যগুলি জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, গত পাঁচ বছরে যেসমস্ত বিদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে তার মধ্যে ৮৭ শতাংশই পাকিস্তানের।
আরও পড়ুন-দৃষ্টিহীনদের স্কুলে হলদিয়ার সাফল্য
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, গত পাঁচ বছরে ৫২২০ জন বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫৫২ জনই পাকিস্তানের। অর্থাৎ নয়া নাগরিকত্ব পেয়েছেন যাঁরা, তাঁদের ৮৭ শতাংশই পাকিস্তান থেকে এসেছেন। চমকে দেওয়ার মতো অন্য তথ্যটি হল, গত পাঁচ বছরে অর্থাৎ ২০১৭ থেকে ২০২১-এর মধ্যে ছয় লাখেরও বেশি ভারতীয় নানা কারণে তাঁদের ভারতের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। তথ্য জানার অধিকার আইনে করা প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, গড়ে প্রতি বছর ১,২১,৬৩২ জন ভারতীয় তাঁদের এদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। উল্টোদিকে, গত পাঁচ বছরে গড়ে মাত্র ১০৪৪ জন নতুন করে ভারতের নাগরিকত্ব নিয়েছেন।
আরও পড়ুন-জামাইদের পাতে হিমঘরের ইলিশই ভরসা
জানা গিয়েছে, ভারতীয়দের কাছে সবচেয়ে পছন্দের হল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিপরীতে গত ৫ বছরে মাত্র ৭১ জন মার্কিন নাগরিক ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করার তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান (৮৭ শতাংশ), আফগানিস্তান (৮ শতাংশ) এবং বাংলাদেশ (২ শতাংশ)।
প্রসঙ্গত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের কারণ দেখিয়ে অমুসলিমদের ভারতে আশ্রয় দিতে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সিএএ কার্যকর করার ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও সংসদের উভয় কক্ষে বিল পাশ এবং রাষ্ট্রপতির সম্মতি মেলার পরও এখনও পর্যন্ত দেশজোড়া বিরোধিতা ও সংখ্যালঘুদের পরিকল্পিত হেনস্তার অভিযোগ তুলে সর্বস্তরে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। এই চাপেই এখনও পর্যন্ত আইন লাগু করতে পারেনি মোদি সরকার। বাংলা সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যই নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরব।