থাকছে ৩০ হাজারেরও বেশি রাজ্য পুলিশ

রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। প্রায় ৩০ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করছে কমিশন

Must read

প্রতিবেদন : রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য পুলিশও। প্রায় ৩০ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন করছে কমিশন। সঙ্গে থাকছে মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফায় আগামী ১৩ মে রাজ্যের ৫ জেলার ৮ আসনে ভোটগ্রহণ। ওই পর্বে পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক ১৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বীরভূমে মোতায়েন থাকবে ১৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন-কলকাতা থেকে হজের উদ্দেশ‍্যে মদিনায় পাড়ি যাত্রীদের

এছাড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ৮৮ কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলায় ৮১ কোম্পানি, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ৭৩ কোম্পানি, রানাঘাট পুলিশ জেলায় ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। চতুর্থ দফার লোকসভা নির্বাচনে ৮ লোকসভা কেন্দ্রের মোট ১৫ হাজার ৫০৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬৪৭টি কেন্দ্রকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বোলপুর কেন্দ্রে সর্বাধিক ৬৫৯টি ভোটকেন্দ্র সংকটপ্রবণ। সবথেকে কম সংকটপ্রবণ ভোটকেন্দ্র রয়েছে বর্ধমান পূর্বে- ৩০১টি। এছাড়া বীরভূমের ৬৪০, বহরমপুরে ৫৫৮, বর্ধমান-দুর্গাপুরে ৪২২, রানাঘাটে ৪১০, কৃষ্ণনগরের ৩৩৮, আসানসোলে ৩১৯টি ভোটকেন্দ্রকে সংকটপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই ভিত্তিতে বাহিনী মোতায়েনের রূপরেখা স্থির করেছে কমিশন।

Latest article