বিশ্বকাপ শেষ লুকাকুদের, নজির মরক্কোর

বেলজিয়াম ০ ক্রোয়েশিয়া ০, মরক্কো ২ কানাডা ১

Must read

দোহা, ১ ডিসেম্বর : ড্র হলেও সম্ভব ছিল। তবে বিশ্বকাপে স্বপ্ন বাঁচিয়ে রাখতে বেলজিয়ামের শর্তের মধ্যে ছিল কানাডার কাছে মরক্কোর (Morocco vs Canada) হার এবং সঙ্গে বড় অঙ্কের গোলের ব্যবধান। কিন্তু খেলা শুরুর কিছু সময়ের মধ্যেই ফিফা ক্রমতালিকায় দ্বিতীয় স্থানাধিকারী বেলজিয়ামের জন্য অঙ্কের হিসেবটা হয়ে গেল একমুখী— ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তাদের জিততেই হবে। বেলজিয়াম জেতেনি। ক্রোটদের সঙ্গে থিবো কুরতোয়াদের গ্রুপের শেষ ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। ওদিকে মরক্কো জিতে গিয়েছে ২-১ গোলে। দুই ফলের হিসেবনিকেশে ২৪ বছর পর গ্রুপ পর্বেই বিশ্বকাপ শেষ হয়ে গেল বেলজিয়ামের। অবসান হল রেড ডেভিলদের সোনালি প্রজন্মের। ‘এফ’ গ্রুপের সেরা দল (৭ পয়েন্ট) হয়ে শেষ ষোলোয় গেল মরক্কো (Morocco vs Canada)। ৩৬ বছর পর আফ্রিকার দেশটি বিশ্বকাপের নক-আউটে। ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে দ্বিতীয় রাউন্ডে লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়া।

রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থানাধিকারী বেলজিয়াম এদিন সব কিছুই করেছে শুধু গোলটি ছাড়া। দুই অর্ধ মিলিয়ে তুল্যমূল্য লড়াই হয়েছে। একের পর এক ক্রোয়েশিয়ার আক্রমণ প্রতিহত করেছেন বেলজিয়ামের গোলরক্ষক কুরতোয়া। পেরিসিচ, মদ্রিচ, কোভাসিচদের শট আটকে তিনি দলের পতন রোধ করলেও রবার্তো মার্টিনেজের ছেলেরা গোলমুখে চূড়ান্ত ব্যর্থ। ফাইনাল থার্ডে শেষ হয়েছে বেলজিয়ামের আক্রমণ। পরিবর্ত হিসেবে নেমে রোমেলু লুকাকু একাই তিনটি সহজতম সুযোগ নষ্ট করেন। কয়েকদিন আগেই বেলজিয়াম তারকা কেভিন দি ব্রুইন বলেছিলেন, বিশ্বকাপ জেতার সময় তারা পেরিয়ে এসেছেন। কারণ, দলের ফুটবলারদের বয়স বেড়েছে। সেটাই এবার প্রমাণিত হল কাতারে।

আরও পড়ুন-জিতেও ছিটকে গেল জার্মানি, জাপানি বোমায় ঘায়েল স্পেনও

Latest article