যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে মস্কো, দাবি গোয়েন্দা প্রধানের

কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে সেনা পাঠানো রাশিয়ার কাছে সমস্যা হয়ে দাঁড়াবে। তাই যে কোনওভাবে তারা এবার যুদ্ধ থামাতে চায়।

Must read

প্রতিবেদন : প্রায় পাঁচ মাস হল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। কিন্তু এখনও পর্যন্ত তারা ইউক্রেনের সামান্যতম অংশ দখল করতে পেরেছে। যা করতে গিয়ে ইতিমধ্যেই পুতিন বাহিনী প্রচুর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এই অবস্থায় দেশের সেনাবাহিনীর দাবি মেনে রাশিয়া খুব শীঘ্রই যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে বলে দাবি করেছেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থার প্রধান রিচার্ড মুর।

আরও পড়ুন-অনৈতিকভাবে মুখ্যমন্ত্রী শাহবাজ-পুত্র, অভিযোগ, জল গড়াল শীর্ষ আদালতে

গোয়েন্দাপ্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলে অতর্কিতে হামলা চালাতে পারে ইউক্রেন। আমেরিকার কলোরাডোয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন রিচার্ড। তিনি বলেন, ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাতে ব্যর্থ হয়েছে রাশিয়া। বিভিন্ন দিক খতিয়ে দেখে তিনি মনে করছেন, রুশ সেনার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনে সেনা পাঠানো রাশিয়ার কাছে সমস্যা হয়ে দাঁড়াবে। তাই যে কোনওভাবে তারা এবার যুদ্ধ থামাতে চায়।

Latest article