প্রতিবেদন : গোটা বিশ্বে সাংবাদিকদের (Journalists- UNESCO) খুন করা অপরাধীদের ৮৬ শতাংশেরই শাস্তি হয়নি। চাঞ্চল্যকর এই দাবি করা হয়েছে, রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনস কালচারাল অরগানাইজেশনের রিপোর্টে (Journalists- UNESCO)। দুনিয়া জুড়ে গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনাচক্রে ইউনেস্কোর তরফে এই দাবি করা হয়েছে। ইউনেস্কোর রিপোর্টে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপর হওয়া অপরাধের সঠিক তদন্ত হওয়া উচিত। শুধু তদন্ত করেই দায়িত্ব শেষ হয় না। অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই বিষয়টিও নিশ্চিত করা দরকার। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপর হওয়া ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। ইতিমধ্যেই এ ধরনের অপরাধ কমানোর জন্য সক্রিয় হয়েছে রাষ্ট্রসংঘ। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপর আক্রমণ নিয়ে আলোচনা করার সময়ই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে বলেছেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় বিপুল মামলা অমীমাংসিত রয়েছে। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রক্ষা করতে হলে এই সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। তবে গত দশকের তুলনায় দোষীদের শাস্তি পাওয়ার ঘটনা ৯ শতাংশ বেড়েছে বলে আজোলে জানান। প্রসঙ্গত, ২০২০-২১ সালে, ১১৭ জন কর্তব্যরত সাংবাদিক কাজ করতে গিয়ে খুন হন। পাশাপাশি কর্তব্যরত ছিলেন না এমন অবস্থায় আরও ৯১ জনকে খুন করা হয়েছিল।
আরও পড়ুন-হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু