সম্প্রীতির বার্তা জগদ্ধাত্রী পুজোয়

Must read

সুমন করাতি, চন্দননগর: তেলেনিপাড়া (Jagadhatri Puja- Telenipara) এলাকা একসময় রাজ্যে হিংসা কবলিত ছিল। সেই এলাকায় নতুন প্রজন্মের যুবকরা জগদ্ধাত্রী পুজাের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরিবেশ রক্ষায় উদ্যোগী হল। চন্দননগরের সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজাে অনুমোদিত ভদ্রেশ্বর তেলনিপাড়া নেহরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজাে কমিটি এই বছরে নিজের পুজোর অভিনব ভাবনা ‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরিবেশ বাঁচাও’-কে নিয়ে জনসাধারণকে একটি অভিনব থিম উপহার দিতে চলেছে। সর্বোপরি এই পুজাে মণ্ডপে মা জগদ্ধাত্রীর শাড়ি পুরোপুরি মাটি দিয়ে তৈরি এবং পুর মণ্ডড মা জগদ্ধাত্রী অলৌকিক সাজকে সাজিয়ে তুলেছে স্থানীয় খুদে শিল্পীরা, তার সঙ্গে মা জগদ্ধাত্রী সুন্দর স্বর্ণসিঙ্গার, তেলেনিপাড়ার (Jagadhatri Puja- Telenipara) নেহরু বিদ্যাপীঠ জগদ্ধাত্রী পুজোর কমিটির ৫৫ বছরের জগদ্ধাত্রী পুজোয় মা জগদ্ধাত্রী প্রতিমা অত্যন্ত জাগ্রত এবং পুরোপুরি সাবেকি সাজে তৈরি করা হয়েছে মা জগদ্ধাত্রী প্রতিমা। জগদ্ধাত্রী প্রতিমা দর্শনে নবমীতে ছিল উপচে পড়া ভিড়। নবমী নীশি পার হলেই বিসর্জন। তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছেন পুজো দেখতে। তারা পরিবেশকে দূষণ থেকে বাঁচাতে জনসাধারণকে সচেতন করার ও বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন সম্প্রীতি চলে আসা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ঘোর বিরোধী।

আরও পড়ুন-প্রয়াত শিল্পপতির পুজো

Latest article