প্রয়াত শিল্পপতির পুজো

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : জগদ্ধাত্রীর (Jagadhatri Puja- Durgapur) আরাধনায় মাতলেন উখরা গ্রামের দে পরিবারের সদস্যরা। এবার এই পারিবারিক পুজোটি সুবর্ণজয়ন্তী বর্ষে পড়েছে। দু’দিনের পুজোর সূচনা হয় বুধবার। নিরঞ্জন আজ, বৃহস্পতিবার। ১৯৭৩ সালে বাড়িতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে পুজোর সূচনা করেন প্রয়াত শিল্পপতি বলরাম দে। সূচনাকালে পুজো হত জগদ্ধাত্রীর প্রতিকৃতিতে। ১৯৭৮ সালে মন্দির নির্মাণ হয়। তখন থেকেই মন্দিরে মৃন্ময়ী প্রতিমা এনে পুজোর আয়োজন হয়ে আসছে। প্রতিমার দু’পাশে থাকে দুই সুসজ্জিত পরীর মূর্তি। পঞ্জিকা মতে, এবার চারদিনের জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja- Durgapur) শুরু হয়েছে সোমবার। তবে চারদিনের পরিবর্তে দে পরিবারের জগদ্ধাত্রী পুজো হয় দুদিনের। সপ্তমী,অষ্টমী ও নবমীপুজো হয় একসঙ্গে। পরের দিন হয় দশমীপুজো ও প্রতিমা বিসর্জন। নবমীতে কুমারীপুজোর প্রথা রয়েছে এই বাড়ির পুজোয়। পরিবারের সদস্য বিশ্বদীপ দে, সন্দীপ দে জানান, পুজোর সব দায়িত্ব সামলান পরিবারের মহিলারা। পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়পরিজন অংশ নেন।

আরও পড়ুন-ঘুরে আসুন হায়দরাবাদ

Latest article