একনম্বর জায়গা নিয়ে আর ভাবি না : নাদাল

Must read

প্যারিস, ২ নভেম্বর : এক নম্বর জায়গাটা নিয়ে আর ভাবি না। প্যারিস মাস্টার্সে নামার আগে বলে দিলেন রাফায়েল নাদাল (Tennis Player Rafael Nadal)। লেভার কাপে খেলার পর দু’মাস কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ টেনিস আইকন। লেভার কাপ অনেকেই মতো তাঁকেও বড় ধাক্কা দিয়েছে। রজার ফেডেরার এই টুর্নামেন্টেই টেনিসকে বিদায় জানিয়েছেন। কোর্টের ধরে বসে ফেডেরারের পাশে নাদালকেও চোখের জল ফেলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন-হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু

৯২টি সিঙ্গলস খেতাব জয়ী নাদাল (Tennis Player Rafael Nadal) এবার ফিরছেন। প্যারিসে প্রথম রাউন্ডে তিনি খেলবেন স্পেনের রবার্তো বাউটিস্তা বা আমেরিকার টমি পলের বিরুদ্ধে। তার আগে নাদাল বলেছেন, আমি আর একনম্বর হওয়ার জন্য টেনিস খেলি না। আগে সেটা করেছি। কয়েকবার একনম্বর ছিলাম। আর তাতে আমি গর্বিত। প্রসঙ্গত, এটিপির একনম্বর এখন নাদালের স্বদেশীয় তরুণ কার্লোস আলকারেজ। নাদাল আছেন দু’নম্বরে। যিনি একসময় টানা ২০৯ সপ্তাহ এই জায়গাটা ধরে রেখেছিলেন।
নাদাল বলেছেন, আবার টেনিসে ফিরে তিনি খুশি। প্যারিস তাঁর প্রিয় জায়গা। এখানে তিনি ১৪টি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। তবে নাদাল এখন তিন সপ্তাহের এক সদ্যোজাতের বাবাও। সন্তান সামলে টেনিসে ফেরা যে কঠিন হয়ে পড়েছিল, সেটাও স্বীকার করেছেন তিনি। এতদিন পর টুর্নামেন্টে খেলতে নেমে শরীর কিভাবে সাড়া দেবে ত নিয়ে তিনি বেশ চিন্তিত। যেহেতু তাঁর মাথায় আছে বয়সও।

Latest article