বেঙ্গালুরুর পার্কে মেয়ের হত্যাকারীর মৃত্যু মায়ের হাতে

হাতের কাছে একটি সিমেন্টের চাঙড় পেয়ে সেটি আক্রমণকারী সুরেশের মাথায় ছুঁড়ে মারেন তিনি। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে আক্রমণকারী

Must read

প্রতিবেদন: পার্কে মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছিল এক ব্যক্তি। চোখের সামনে সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি মা। হাতের কাছে একটি সিমেন্টের চাঙড় পেয়ে সেটি আক্রমণকারী সুরেশের মাথায় ছুঁড়ে মারেন তিনি। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে আক্রমণকারী। মৃত্যু হয় তার। তারপরে লোকজন ডেকে মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচাতে পারলেন না মা।

আরও পড়ুন-যোগীরাজ্যে গেরুয়া তাণ্ডব কমিশনে নালিশ বিরোধীদের

চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন মেয়ে অনুষাকে (২৫)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালুরুর একটি পার্কে। মা গীতার অভিযোগ, অনুষাকে প্রায়ই বিরক্ত করত ৪৫ বছরের সুরেশ। একসময় অনুষা এবং সুরেশ ছিল সহকর্মী। সুরেশের বিরুদ্ধে আগে থানায় অভিযোগ জানানোর পরে তাকে সর্তকও করেছিল পুলিশ। কিন্তু সে থামেনি। গীতাদেবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে কর্নাটকেরই হুবলিতে কলেজে ঢুকে এক কংগ্রেস নেতার ২৪ বছরের মেয়ে নেহাকে কুপিয়ে খুন করল তাঁরই প্রাক্তন সহপাঠী। ফৈয়াজ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Latest article