সংবাদদাতা, আলিপুরদুয়ার : লক্ষ্মীর ভাণ্ডারের সঞ্চিত অর্থ দিয়েই হচ্ছে দুর্গাপুজো। সৌজন্যে কামাখ্যাগুড়ি ঘোষপাড়ার মহিলারা। এবারই প্রথম তাঁদের দুর্গাপুজোর আয়োজন। প্রথমে যখন তাঁদের মাথায় পুজোর চিন্তা আসে, তখন তাঁরা পুজোর আয়োজনের অর্থ সংগ্রহ নিয়ে বেশ চিন্তায় ছিলেন। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পুজো করার সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন-বকেয়া ২০ কাজ নিয়ে হল পর্যালোচনা, উত্তরবঙ্গে আরও উন্নয়ন-ভাবনা
মহিলারা সমিতি গড়ে, তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় পুজোর আয়োজনও শুরু হয়। যেমন ভাবা তেমন কাজ। ইতিমধ্যেই পুজোর আয়োজন নিয়ে বেশ কয়েকটি মিটিংও হয়ে গিয়েছে। পুজোর আয়োজন নিয়ে এলাকায় ফ্লেক্সও লাগিয়েছেন তাঁরা। প্রথমবার বলে বাজেটও নেহাত কম নয়। ইতিমধ্যেই প্রতিমা, প্যান্ডেল, ঢাক, পুরোহিত বায়না করা হয়ে গিয়েছে। পাড়ার প্রায় ৩৫ জন মহিলা পুজো আয়োজনে শামিল। আবাহন মহিলা সমিতির সভাপতি তাপসী দাস জানান, মুখ্যমন্ত্রী আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। সেই টাকা দিয়েই আমরা আয়োজন করছি পুজোর।