এখনই কোচিংয়ে নয়: মৌমা

মৌমা ও পৌলমী জুটি একসময় বঙ্গ টিটিকে নেতৃত্ব দিয়েছিল। তারপর এরকম জুটি উঠে আসেনি। মৌমার এজন্য আক্ষেপ রয়েছে। তবে তিনি আশাবাদী

Must read

প্রতিবেদন : সাড়ে তিন বছর পর টিটি বোর্ডে ফিরে তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা ভারতীয় খেলাধুলার ক্ষেত্রে অবিশ্বাস্য কামব্যাকের মধ্যে পড়বে। শিলংয়ে জাতীয় টিটিতে নেমেছিলেন ২০২৩-এর প্রস্তুতি হিসাবে। কিন্তু মৌমা দাস মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে গিয়েছিলেন একে একে সব বাধা টপকে। ফাইনালে তিনি হেরে গিয়েছিলেন, কিন্তু তাঁর এই লড়াই উঠতিদের কাছে প্রেরণা হিসাবে থেকে গিয়েছে।

আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে এবার চালু হচ্ছে বেবি বার্থ

মঙ্গলবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসে বাংলার মহিলা টিটির অন্যতম আইকন মৌমা বললেন, যতদিন ভাল লাগবে খেলবেন। কিন্তু প্যারিস অলিম্পিক বা ওরকম কোনও বড় ইভেন্টকে লক্ষ্য হিসাবে ধরছেন না। তিনি মনে করেন, সামনে কঠিন রাস্তা। তাই ধাপে ধাপে এগোতে হবে। আর এখনই কোচিংয়ে আসার কথাও ভাবছেন না মৌমা। তিনি বলেন, ‘‘এখনই কোচিংয়ে আসছি না। ভবিষ্যতে এসব নিয়ে ভাবব। এখন শুধু প্র্যাকটিস করে নিজেকে সেরা ফর্মে ফেরাতে চাই।”

আরও পড়ুন-কৃষকরত্ন পাচ্ছেন ৩৪২ জন

মৌমা ও পৌলমী জুটি একসময় বঙ্গ টিটিকে নেতৃত্ব দিয়েছিল। তারপর এরকম জুটি উঠে আসেনি। মৌমার এজন্য আক্ষেপ রয়েছে। তবে তিনি আশাবাদী। নতুন মুখ ঠিক উঠে আসবে।

Latest article