চড়িয়াল সেতুর (Charial Bridge) উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানিয়েছেন, আগামী ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। সেতু নির্মাণে ৫২ কোটি টাকা খরচ হয়েছে। তাঁর কথায়, “ডায়মন্ড হারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। চড়িয়াল সেতু ৫০ বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল। বাম আমলে কোনও কাজ হয়নি।” এরপরেই অভিষেক জানান, ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। ৫২ কোটি টাকা মঞ্জুর হয়েছে চড়িয়াল ব্রিজ সংলগ্ন রাস্তা মেরামতের জন্য। সেই কাজও দ্রুত শেষ হবে।
ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোন বিষয় এখানকার মানুষ-প্রশাসন একযোগে কাজ করেছেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও সবাই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন।” অভিষেক বলেন চরিয়াল সেতু তৈরির ক্ষেত্রে পানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অবদান অনেক এ বিষয়ে বিশেষ করে বজবজের বিধায়ক অশোক দেবের উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সংসদ। তিনি বলেন, এই বয়সেও যেভাবে বিধায়ক ছুটে বেড়াচ্ছেন সেটা একটা উদাহরণ।
আরও পড়ুন: বেলপাহাড়িতে দাবি আদায়ে বিক্ষোভ শবর সম্প্রদায়ের
কোভিডের কারণে চড়িয়াল সেতু (Charial Bridge) কাজ দু’বছর পিছিয়ে গিয়েছিল। কিন্তু এই সেতুর আরেকটি অংশের কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে। রাস্তা তৈরির কাজও হবে। অভিষেক অভিযোগ করেন, কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীন ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার- জানান অভিষেক।