নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারেরই দেওয়া বকেয়া তথ্য তুলে ধরে এবার কেন্দ্রকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee)। বুধবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইটে তিনি লেখেন, ‘মনরেগা’ প্রকল্পে ১৪ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের তরফে রাজ্যগুলির মোট বকেয়া ১০ হাজার ১৬২ কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র বাংলার বকেয়া ৫ হাজার ৪৩৩ কোটি টাকা। যা রাজ্যগুলির মোট বকেয়ার পঞ্চাশ শতাংশেরও বেশি। আর এই তথ্য মনগড়া নয়, কেন্দ্রীয় সরকারেরই দেওয়া। এরপরেই অভিষেক লিখেছেন, কীভাবে বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চিত করছে এই হল তার জ্বলন্ত উদাহরণ। বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নে বিপাকে পড়ে সরকার। ১০০ দিনের কাজে বাংলার বকেয়া কত তা জানতে চান। তারপরেই উঠে আসে আসল সত্যি। এদিন কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যই বলে দিচ্ছে এই বকেয়া-বঞ্চনার পিছনে স্পষ্টতই রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। ১০০ দিনের কাজে কেন্দ্রের থেকে পাওয়া বরাদ্দের ক্ষেত্রে বকেয়া থাকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সংসদে স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধভি নিরঞ্জন জ্যোতি এ কথা জানালেন। সংসদে তিনি যে তথ্য এবং পরিসংখ্যান দিয়েছেন তাতে দেখা গেছে ১০০ দিনের কাজে কেন্দ্রের থেকে পাওয়া বরাদ্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে পরিমাণ টাকা বকেয়া রয়েছে তার ধারেকাছে নেই দেশের অন্য কোনও রাজ্য। রাজ্যের বরাদ্দ বকেয়া নিয়ে বারবার সংসদে এবং সংসদের বাইরে সোচ্চার হয়েছেন তৃণমূল কংগ্রেস সংসদরা। কিন্তু তারপরেও বাস্তব যে চিত্র তাতে দেখা যাচ্ছে, কেন্দ্রের বঞ্চনার শীর্ষে রয়েছে বাংলা।
আরও পড়ুন-যুদ্ধের মাঝেই আমেরিকায় জেলেনস্কি
১০০ দিনের কাজে বকেয়া নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্য। এবারের শীতকালীন অধিবেশনে ১০০ দিনের কাজ ইতিমধ্যেই সংসদে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সংসদের উভয় কক্ষেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তৃণমূল কংগ্রেস সাংসদদের বারবার তোলা রাজ্যকে বঞ্চনার অভিযোগ যে অমূলক নয় তা প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধভি নিরঞ্জন জ্যোতি। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (MP Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মনরেগার অধীনে ১০০ দিনের কাজে সরঞ্জামের খরচ বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া, ২০২১-’২২ অর্থবর্ষে ২,২২১ কোটি টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ৪৬৪ কোটি টাকা। সেখানে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার বকেয়া মাত্র ৩০ কোটি টাকা, কর্ণাটকের বকেয়া ৩৪১ কোটি টাকা, মধ্যপ্রদেশের বকেয়া ২৯৬ কোটি টাকা। সেখানে পরপর দুই অর্থবর্ষে কেন্দ্রের কাছে রাজ্যের ১০০ দিনের কাজ বাবদ বরাদ্দ টাকার বকেয়া সমস্ত রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। যদিও তালিকায় নাম নেই উত্তরপ্রদেশের।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ১০০ দিনের কাজে শ্রমিকদের মজুরি বাবদ পশ্চিমবঙ্গের বকেয়া ২০২১-’২২ অর্থবর্ষে ১,৯১৬ কোটি টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে কেন্দ্রের কাছে পাওনা রয়েছে ৮৩২ কোটি টাকা। এক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা। কারণ এক্ষেত্রেও বিজেপি-শাসিত রাজ্য হরিয়ানার বকেয়া মাত্র ১০ কোটি টাকা। উত্তরপ্রদেশের বকেয়া ২৮৪ কোটি টাকা। কর্ণাটকের বকেয়া ১৮৬ কোটি টাকা। যদিও এদিন বাজেটে অতিরিক্ত বরাদ্দ নিয়ে আলোচনার জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টাকা না দেওয়ার কারণ হিসেবে বলেছেন রাজ্যগুলিকে ১০০ দিনের কাজের শংসাপত্র দিতে হবে।