যুদ্ধের মাঝেই আমেরিকায় জেলেনস্কি

Must read

প্রতিবেদন : গত কয়েকদিন ধরে ইউক্রেনের উপর প্রবল আক্রমণ চালাচ্ছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় রাজধানী কিয়েভ-সহ ইউক্রেনের একাধিক শহরের ভয়াবহ পরিস্থিতি হয়েছে। রুশবাহিনীর এই প্রবল হামলার মাঝেই হঠাৎ আমেরিকা সফরে যাওয়ার কথা ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky- US Trip)। প্রেসিডেন্ট ট্যুইট করে তাঁর আমেরিকা যাওয়ার কথা জানিয়েছেন। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন ইউক্রেনে প্রেসিডেন্ট।

আমেরিকায় নিজের কর্মসূচি সম্পর্কেও ট্যুইট করে জানিয়েছেন জেলেনস্কি। তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্য নিয়েই তিনি আমেরিকা যাচ্ছেন। দু’দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে তিনি বাইডেনের সঙ্গে কথা বলবেন। এই সফরে তিনি মার্কিন কংগ্রেসে বক্তৃতাও করবেন। একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

আরও পড়ুন-দেশে ফিরেও এমবাপেকে অসম্মান মার্টিনেজের

জেলেনস্কির (Volodymyr Zelensky- US Trip) আচমকা আমেরিকা সফর নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবারই বাখমুত শহরে গিয়েছিলেন তিনি। সেখানকার পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ। শহরের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। এর পরই আমেরিকা সফরের ঘোষণা ইউক্রেনে প্রেসিডেন্টের। জেলেনস্কির আমেরিকা সফরের ইঙ্গিত মিলেছে আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর সদস্যদের উদ্দেশে লেখা স্পিকার ন্যান্সি পেলোসির চিঠিতেও। কূটনৈতিক মহল মনে করছে, সম্প্রতি ফ্রান্স, পোল্যান্ড-সহ বেশ কয়েকটি দেশ আর বেশিদিন কিয়েভকে সাহায্য করতে পারবে না বলে জানিয়েছে। এরই মধ্যে রাশিয়ার আক্রমণের পারদ আরও চড়েছে। এ অবস্থায় আমেরিকা ও তার মিত্র দেশগুলির কাছ থেকে সাহায্য না পেলে ইউক্রেনকে নিশ্চিতভাবেই চরম বিপাকে পড়তে হবে। সেই পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্যই আমেরিকা যাচ্ছেন জেলেনস্কি।

Latest article