মহিলারা দুর্গাসম তাহলে আক্রমণ কেন মুখ্যমন্ত্রীকে

Must read

প্রতিবেদন : উনি মুখে বলেন মহিলাদের মা-দুর্গার মতো দেখি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন। আবার মহিলা পুলিশ গ্রেফতার করতে এলে বলেন, ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস।’ ওঁর কথায় আর কাজে কোনও মিল নেই। বুধবার এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee)। নবান্ন অভিযানের নামে যেভাবে গুন্ডামি আর তাণ্ডব চালানো হয়েছে তা বাংলা তো বটেই গোটা দেশ দেখেছে৷ পুলিশ তার কাজ করেছে অত্যন্ত সংযমের সঙ্গে। সহিষ্ণুতা দেখিয়েছে। কিন্তু শুধু হুংকার দেওয়া শুভেন্দু অধিকারী কয়েকজন মহিলা কনস্টেবল দেখে যা করলেন তা নজিরবিহীন। বাংলায় এ-জিনিস কখনও হয়নি৷ এরপরই তাঁর কটাক্ষ, ওঁর পুরুষ পছন্দ, মহিলা নয়! এবার বুঝতে পারছি, সুদীপ্ত সেনের কাছ থেকে যখন টাকা নিয়েছেন তখন যদি নামটা সুদীপ্তা হত তাহলে টাকা নিতেন না, কিংবা মাথ্যু সাম্যুয়েলের বদলে স্টিং অপারেশনে অ্যা়ঞ্জেলিনা স্যাম্যুয়েল থাকতেন তা হলেও টাকা নিতেন না। বুঝুন একবার!

আরও পড়ুন-আক্রমণাত্মক অভিষেক: দেখতে চাই কোর্ট গেরুয়া-গুন্ডামির বিরুদ্ধে কী করছে

Latest article