সংবাদদাতা, ডায়মন্ড হারবার : সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (MP Abhishek Banerjee) উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৫১৫টি বিদ্যালয়কে ১ হাজারের বেশি কম্পিউটার দেওয়া হল। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের রবীন্দ্রভবনে আনুষ্ঠানিক ভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে কম্পিউটারগুলি তুলে দেওয়া হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, শিক্ষক নেতা মইদুল ইসলাম-সহ বিশিষ্টজনেরা।
রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী বলেন, এখন প্রতিটি স্কুলে অনলাইন কাজ করতে হয়। তাই যাতে কোনও স্কুলকে সমস্যায় না পড়তে হয় সেজন্যই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে প্রত্যেকটি স্কুলে ছাত্র-ছাত্রী সংখ্যার নিরিখে কম্পিউটার দেওয়ার সিদ্ধান্ত নেন। যে স্কুলে ১০০ জন পড়ুয়া আছে, তাদের একটি এবং ২০০ হলে দুটি করে কম্পিউটার দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন, এই প্রথম প্রাথমিক ও এসএসকে স্কুল, জুনিয়র হাইস্কুলেও কম্পিউটার দেওয়া হল। এর আগে কেবলমাত্র হাইস্কুলেই কম্পিউটার দেওয়া হত। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (MP Abhishek Banerjee) তাঁর লোকসভা কেন্দ্রকে মডেল হিসাবে গড়ে তুলতে চান। সেই কারণেই কম্পিউটার দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি।
আরও পড়ুন- বাংলায় এক দফায় ভোট চাই, স্পষ্ট দাবি তৃণমূলের: আজ ভোট ঘোষণা কমিশনের
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…