বাংলায় এক দফায় ভোট চাই, স্পষ্ট দাবি তৃণমূলের: আজ ভোট ঘোষণা কমিশনের

Must read

প্রতিবেদন : আজ, শনিবারই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ১৬ মার্চ, ২০২৪, শনিবার দুপুর ৩টে নাগাদ সাংবাদিক বৈঠকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ-প্রসঙ্গে তৃণমূলের দাবি, ভোট হোক এক দফায়। এদিন তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, বাংলায় আমরা এক দফায় ভোট চাই। একই দিনে ৪২টি কেন্দ্রে ভোট হোক। তাঁর সংযোজন, কেন্দ্রীয় বাহিনী যেন কোনওভাবে ভোটারদের প্রভাবিত না করে, আতঙ্ক তৈরি না করে এবং শীতলকুচিতে আতঙ্ক তৈরির জন্য গুলি চালিয়ে প্রাণহানির যে ঘটনা ঘটিয়েছিল তার পুনরাবৃত্তি যেন না হয়, সে-বিষয়ে সতর্ক থাকতে হবে। আশা করি সেগুলি কমিশন (ECI) খেয়াল রাখবে। লোকসভার সঙ্গে এবার বেশ কয়েকটি রাজ্যের বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে। সাংবাদিক বৈঠকে তারও দিনক্ষণ ঘোষণা করবে কমিশন। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশে, ওড়িশা ও সিকিম। তবে কয়েকদিন আগে থেকেই দেশ জুড়ে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। বিভিন্ন দলগুলিও প্রার্থী ঘোষণা করা শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল শুধু ভোটের দিনক্ষণ জানার। আজ তা জানা যাবে। চলতি বছরের মে মাসে বর্তমান কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হবে। স্বাভাবিকভাবেই মে মাসের মধ্যেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ফলে আজ ঘোষণার পর থেকেই ভোটের দামামা বেজে যাবে। দেশ জুড়ে লাগু হয়ে যাবে নির্বাচনী বিধিনিষেধ। অন্যান্য রাজনৈতিক দলগুলি যেখানে পূর্ণাঙ্গ প্রার্থী-তালিকাই প্রকাশ করতে পারেনি সেখানে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রচারে ঝড় তুলে দিয়েছেন। ভোট ঘোষণার পর নিশ্চিতভাবে তা আরও বাড়বে।

আরও পড়ুন-পশ্চিম মেদিনীপুরে আজ অভিষেক

Latest article