বঙ্গ

এবার ডায়মন্ড হারবারে মানুষের পরিষেবায় অভিষেকের সেবাশ্রয়

প্রতিবেদন : এবার মানুষের দুয়ারে স্বাস্থ্য-পরিষেবা পৌঁছে দিতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নতুন বছরের ২ জানুয়ারি থেকে টানা ৭৫ দিনে ২৮০টি শিবিরে ডায়মন্ড হারবারবাসীর জন্য স্বাস্থ্য-শিবির হবে। সেখানে বিশেষজ্ঞ-চিকিৎসক মারফত একাধিক পরীক্ষানিরীক্ষা এবং প্রয়োজনে হাসপাতালে রেফারের ব্যবস্থা থাকবে। শুধু তা-ই নয়, হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিলে তাতেও সাহায্য করা হবে। এই স্বাস্থ্য-সংক্রান্ত কর্মসূচি ঘোষণা ছাড়াও এদিন ফের অ্যান্টি রেপ বিল নিয়েও মুখ খুলেছেন অভিষেক। তিনি বলেন, ধর্ষণ তখনই রোখা সম্ভব যখন এই ধরনের কড়া আইন করা হবে। রাজ্য সরকার তার কর্তব্য করে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠিয়েছে। সেই বিল রাষ্ট্রপতির কাছে ৯০ দিন ধরে পড়ে আছে। কেন্দ্র চাইলে অর্ডিন্যান্স করে আইন আনতে পারে। কিন্তু তারা করছে না।

আরও পড়ুন- প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত

দেশে এই প্রথম চালু হচ্ছে সেবাশ্রয়ের মতো স্বাস্থ্যকর্মসূচি। আগামী দিনে দেশে এই সেবাশ্রয় পথ দেখাবে। একথা নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন ১,২০০ চিকিৎসক। উপচে-পড়া ওই প্রেক্ষাগৃহে ডাক্তারদের কৃতজ্ঞতা জানিয়ে অভিষেক ঘোষণা করলেন, সেবাশ্রয় কর্মসূচি শেষ হলে পয়লা বৈশাখের আগে বা পরে নজরুল মঞ্চ কিংবা নেতাজি ইনডোরে ৫ হাজার চিকিৎসক নিয়ে একটি মেগা কনভেনশন করবেন। যেখানে তিনি ডাক্তারদের সঙ্গে মত-বিনিময় করবেন। অভিষেক জানিয়েছেন, এক-একটি বিধানসভায় ১০ দিন করে শিবির হবে। শুধু একবার চিকিৎসা-পরামর্শ দিয়েই ক্ষান্ত থাকবে না স্বাস্থ্য-শিবির, কর্মসূচির শেষ ৫ দিনে হবে তার ফলো-আপ চিকিৎসাও। ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে এদিন একাধিক বিধায়ক ও জনপ্রতিনিধি বক্তব্য রেখেছেন। অভিষেক বলেন, রাজ্যের কোথাও যদি এই ধরনের কর্মসূচি কেউ করতে চান তিনি সাহায্য করবেন।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago