প্রতিবেদন : বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে শিশুকন্যার সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ভারত-বাংলাদেশ সীমান্তে বাগদার ঘটনায় গ্রেফতার দুই জওয়ান। এই ঘটনার তীব্র নিন্দা করে সাংসদ কাকলি ঘোষদস্তিদার (MP Kakoli Ghosh Dastidar) জানালেন, ‘‘রক্ষকই ভক্ষক। আমাদের সেনাবাহিনী, সীমান্তরক্ষা বাহিনী এবং আধাসামরিক বাহিনীর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু সম্প্রতি বিএসএফ জওয়ানরা যেভাবে এক মহিলাকে ধর্ষণ করেছে, সেই ভয়ঙ্কর ঘটনা আমাদের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই আধাসামরিক বাহিনীর আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, অথচ তারা জঘন্য অপরাধ করছে। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত এবং চরম শাস্তির দাবি করছি। শুধু এই ধর্ষণ নয়, বিএসএফ প্রায় প্রতি সপ্তাহে নিরীহ গ্রামবাসীকে গুলি করে খুন করছে। এই গ্রামবাসীরা আইনতই কৃষিকাজ করতে যান, ওঁদের জমি সীমান্তবর্তী জিরো লাইনে পড়ে বলে। ওই ঘটনারও তদন্ত চাই।”
আরও পড়ুন: দু’ঘণ্টার বৃষ্টি শহরে জল নামল দ্রুত