সংবাদদাতা, তারকেশ্বর : হুগলি জেলার তারকেশ্বরে বিশাল জনসভা করল তৃণমূল কংগ্রেস (TMC), শুক্রবার। তারকেশ্বর মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে, রামনারায়ণপুরে। প্রধান বক্তা ছিলেন তৃণমূল নেত্রী সাংসদ মালা রায় (MP Mala Roy)। ছিলেন বিধায়ক রামেন্দু সিংহরায়, বিধায়ক করবী মান্না, জেলাপরিষদ সভাধিপতি শেখ মেহবুব রহমান, নেত্রী শিখা দলুই প্রমুখ। সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মালা রায় (MP Mala Roy)। বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপি দলটা শুধু মানুষকে ভুল বোঝায় ও মিথ্যা কথা বলে। এই মিথ্যা বলেই বিজেপি কেন্দ্রের সরকারে এসেছিল। বলেছিল, সরকারে এলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে ও বছরে ২ কোটি বেকারের চাকরি হবে কিন্তু বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর মানুষ দেখেছে, সব কথা মিথ্যা ছিল। বিজেপি বাংলাকে সব দিক থেকে বঞ্চনা করছে। বিরোধী দলনেতা কেন্দ্রের নেতাদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পাওনা টাকা আটকে দিচ্ছে। তৃণমূলকে ভয় পায় বিজেপি, তাই যখন দিল্লিতে রাজ্যের পাওনা আদায়ের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে গিয়েছিলেন, তখন ভয়ে কেন্দ্রীয় মন্ত্রী লুকিয়ে পড়েছিলেন। মালা আরও বলেন, মুখ্যমন্ত্রী সব সময় মানুষের উন্নয়নের কথা চিন্তা করেন, তাই একের পর এক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছেন, যার সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ। সময় এসে গিয়েছে আগামী দিনে পঞ্চায়েত ও তারপর লোকসভা ভোটে বিজেপিকে উৎখাত করার।
আরও পড়ুন- সঙ্কট মেটাতে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ ও অবসরের বয়সসীমা বাড়াল রাজ্য