সঙ্কট মেটাতে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ ও অবসরের বয়সসীমা বাড়াল রাজ্য

Must read

রাজ্যের চিকিৎসক (West Bengal- Doctors) সঙ্কট মেটাতে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের বয়সসীমা বাড়ানো হল‌। কাজে যোগদানের বয়সের পাশাপাশি তাঁদের অবসরের বয়সও বাড়ানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এনএইচএম-এর অধীন চুক্তিভিত্তিক চিকিৎসকদের আগে নিয়োগের বয়সসীমা ছিল ৬২ বছর, এখন তা বাড়িয়ে করা হল ৬৭ বছর। চুক্তি ভিত্তিক মেডিক্যাল অফিসারদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করার কথা জানানো হয়েছে। ১ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। বর্তমানে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যে প্রায় সাড়ে চার হাজার চিকিৎসক রয়েছেন। মনে করা হচ্ছে, চিকিৎসকদের কার্যকালের মেয়াদ বৃদ্ধিতে চিকিৎসক সংকট কমবে। জাতীয় মিশনের অধীনের চিকিৎসকরা রাজ্যের বিভিন্ন পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কাজ করে থাকেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষত প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অনেক সময় চিকিৎসকের অভাবে যথাযথ চিকিৎসা পরিষেবা মেলে না বলে অভিযোগ ওঠে। তা নিয়ে নবান্নে অভিযোগও জমা পড়েছে। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী কলকাতার সরকারি হাসপাতালগুলির ডাক্তারদের (West Bengal- Doctors) নিয়মিত গ্রামাঞ্চলে গিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। তার পরে চিকিৎসকের অভাব মেটাতে নয়া এই পদক্ষেপ নিল রাজ্য।

আরও পড়ুন: বিতর্ক তৈরি করলেন সেই রাজ্যপাল

Latest article