সংবাদদাতা, সিউড়ি : সিউড়ি-শিয়ালদহ মেমু ট্রেন (Siuri-Sealdah Memu Train) উদ্বোধনে আমরা-ওরা রাজনীতি করল কেন্দ্রের বিজেপি সরকারের রেল দফতর। রবিবার দিল্লি থেকে ট্রেনটির ভার্চুয়াল উদ্বোধন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নিয়মমাফিক অনুষ্ঠানে থাকার কথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরির। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলেও তাঁদের আমন্ত্রণপত্র না পাঠানোয় উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের কেউ। এখানেই বিজেপির অধীন রেলের ‘আমরা-ওরা’ তত্ত্ব দেখতে পাচ্ছেন সবাই। অনেকেই বলছেন, এটা নতুন কিছু নয়। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো চালুর সময় একই ঘটনা দেখা গিয়েছে। এ বিষয়ে সাংসদ শতাব্দী রায় বলেন, ‘রাজ্যের উন্নয়ন নিয়ে তৃণমূল কোনওকালে রাজনীতি করে না। কারা রাজনীতি করে সবাই জানে। এটাও সবাই জানে যে এই ট্রেনের জন্যে কারা দিল্লিতে লড়াই করেছে।’ বিধায়ক বিকাশ রায়চৌধুরি বলেন, ‘সরকারিভাবে কোনও আমন্ত্রণপত্র হাতে পাইনি। সিউড়ির সিধু কানহুতে অন্য এক অনুষ্ঠানে ছিলাম। ট্রেন (Siuri-Sealdah Memu Train) উদ্বোধনের ব্যাপারে কিছু বলতে পারব না। তবে এই ট্রেনের দাবিতে আমাদের দল দীর্ঘদিন দিল্লিতে লড়াই করেছে।’