বাংলার রাজ্যপালকে সরান, রাষ্ট্রপতিকে বললেন সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়

সোমবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ হয়ে এদিনের মতো সংসদ মূলতুবি হয়ে যায়।

Must read

বাংলার রাজ্যপালকে সরান। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বললেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় সংসদেই সোমবার সরাসরি রাষ্ট্রপতিকে বলেন, বাংলায় রাজ্যপাল যা করছেন তা অনৈতিক তিনি এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। অবিলম্বে এই রাজ্যপালের অপসারণ দরকার। আপনি ব্যবস্থা নিন। পরে সুূদীপ বন্দোপাধ্যায় নিজেই টুইট করেন।

সোমবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ হয়ে এদিনের মতো সংসদ মূলতুবি হয়ে যায়। ভাষণ শেষে রাষ্ট্রপতি যখন বেরিয়ে যাচ্ছেন তখন তৃণমূল কংগ্রেস সাংসদদের মুখোমুখি হন। তখনই সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় রাষ্ট্রপতিকে রাজ্যপালের অপসারণের কথা বলেন। সঙ্গে ছিলেন বেঙ্কাইয়া নাইডু। রাষ্ট্রপতি মন দিয়েই সবটা শুনেছেন।

আরও পড়ুন-৩ রা ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল ও কলেজ : মুখ্যমন্ত্রী

২৭ জানুয়ারি সাংসদদের নিয়ে বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যপালের ভূমিকা ও তার অপসারণ নিয়ে সংসদে সরব হতে হবে। বাজেট অধিবেশনের শুরুর দিনেই সরাসরি রাষ্ট্রপতিকে রাজ্যপালের অপসারণের বিষয়টি বলে কেন্দ্রের ওপর চাপ বাড়ালো তৃণমূল কংগ্রেস।

 

Latest article