মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভাতাউলি গ্রাম। গ্রামের মাঝখানে একটি মন্দিরের সামনে বেশ কিছু মানুষের ভিড়। কয়েকজন বসে আছেন, কেউবা দাঁড়িয়ে। হঠাৎই ওই ভিড়ের মধ্য থেকে শুরু হল দর হাঁকা। কেউ বলছেন ২০ লক্ষ, তো অন্যজন বলছেন ২২ লক্ষ, কেউবা ২৫ লক্ষ। শেষ পর্যন্ত এভাবেই দর উঠল ৪৪ লক্ষ টাকা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভাতাউলি গ্রামে এভাবেই নিলাম হল পঞ্চায়েত প্রধানের পদ। গ্রামের পঞ্চায়েত প্রধান কে হবেন তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হতেই নিলাম করে পঞ্চায়েত প্রধান ঠিক করার সিদ্ধান্ত হয়। এরপর নিলামে ৪৪ লক্ষ টাকা দর হেঁকে কার্যত পঞ্চায়েত প্রধান পদটি কিনে নেন সৌভাগ সিং যাদব নামে এক ব্যক্তি। প্রশাসন বলেছে গোটাটাই বেআইনি৷ ব্যবস্থা নেওয়া হবে৷
আরও পড়ুন-Ajay Mishra: শিয়রে ভোট, মন্ত্রীকে সরাতে নারাজ বিজেপি