Ajay Mishra: শিয়রে ভোট, মন্ত্রীকে সরাতে নারাজ বিজেপি

Must read

প্রতিবেদন : সামনেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভোট৷ তাই লখিমপুরকাণ্ডে (Lakhimpur) যতই মুখ পুড়ুক, জাতপাতের অঙ্ক কষে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Mishra) সরাতে চায় না মোদি সরকার৷ ইতিপূর্বে এ ধরনের ঘটনায় নৈতিকতার কথা বলে বিজেপি নেতারা অন্য দলের নেতানেত্রীদের পদত্যাগ দাবি করলেও ভোট রাজনীতির অঙ্কে এখন তারা নিজেরাই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন৷ লখিমপুর–খেরি হিংসা মামলায় সিটের তরফে কড়া রিপোর্ট পেশ হওয়ার পর সরকারের বিরুদ্ধে সরব সব বিরোধী রাজনৈতিক দলগুলি। মূল অভিযুক্ত আশিস মিশ্রের পিতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে (Ajay Mishra) মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি উঠছে৷ সংসদে এ নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেস-সহ অন্য বিরোধীরাও একই দাবি করেছে৷ তারপরেও মন্ত্রীকে সরাতে নারাজ বিজেপি৷

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিতে নারাজ। অন্যসময় নৈতিকতার বুলি আওড়ালেও এখন বিরোধীদের চাপে অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রিসভা ​থেকে সরাতে রাজি নয় বিজেপি সরকার। যদিও সম্প্রতি সাংবাদিকদের প্রতি মন্ত্রী অজয় মিশ্রের কটূক্তির ভি​ডিও ভাইরাল হয়েছে, তা যে দলের পক্ষে অস্বস্তিকর মেনে নিয়েছেন নেতারা৷ এই ঘটনার জেরে অজয় মিশ্রকে সতর্ক করে জানানো হয়েছে দ্বিতীয়বার যেন এর পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুন-Trinamool Congress: ধান্দায় এসে দলের বদনাম করলেই এবার বহিষ্কার

সিটের রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, কৃষক খুনের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র। যে গাড়ি দিয়ে খুন করা হয়েছে সেটি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। সেখানে কেন অজয় মিশ্রকে সরানো হবে না এই প্রশ্ন নানা মহলে৷ অনেকেই বলছেন, এর পিছনে কাজ করছে সামনের বছর উত্তরপ্রদেশ নির্বাচনের জাতপাতের অঙ্ক। অজয় মিশ্রকে সরালে রাজ্যের ব্রাহ্মণ ভোট হাতছাড়া হতে পারে, এই আশঙ্কা থেকেই ঝুঁকি নিতে চাইছে না যোগীরাজ্যে জনপ্রিয়তা হারানো বিজেপি৷

Latest article