চেন্নাই, ১২ এপ্রিল : চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে বুধবার ২০০তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আইপিএলে যা রেকর্ড। সিএসকের হয়ে এটা তাঁর ১৫তম মরশুম। এদিন খেলার আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমএসডি-র হাতে স্মারক তুলে দেন কর্তা এন শ্রীনিবাসন।
সিএসকে এদিন ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলল। সিএসকের অধিনায়ক হিসাবে ডাবল সেঞ্চুরির ম্যাচে টসে জিতেছেন ধোনিই। ভাষ্যকার রবি শাস্ত্রী তাঁকে মনে করিয়ে দেন, অধিনায়ক হিসাবে এটা তাঁর ২০০তম ম্যাচ। তিনি খেলছেন ১৫ বছর ধরে। যা শুনে ধোনির প্রতিক্রিয়া ছিল এইরকম, ‘‘খুব ভাল লাগছে। সমর্থকরা দারুণ। এখন এটা নতুন স্টেডিয়াম।’’
২০০৮-এ আইপিএল যখন শুরু হয়, অন্যরকম চেহারা ছিল এম এ চিদম্বরম স্টেডিয়ামের। যা ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত চিপক বলে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই মাঠের বিশাল গরিমা রয়েছে। ধোনি বলছিলেন, ‘‘এখন অনেক পরিবর্তন হয়েছে।’’ তবে প্রথমদিন থেকে তিনি সিএসকে সমর্থকদের কাছে ‘থালা’র সম্মান পেয়েছেন। তাঁর ও চেন্নাইয়ের সম্পর্ক বরাবর একইরকম আবেগের। ধোনি (MS Dhoni) সবসময় বলেন, রাঁচি যদি তাঁর ফার্স্ট হোম হয়, তাহলে সেকেন্ড হোম অবশ্যই চেন্নাই। চেন্নাই সুপার কিংস যে চারবার আইপিএল জিতেছে, তার প্রত্যেকটিতে অধিনায়ক ছিলেন তিনি। গতবার শুরুতে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করা হলেও পরে নেতৃত্বে ফেরত এসেছিলেন ধোনি।
আরও পড়ুন: নতুন লড়াইয়ের মহড়ায় মগ্ন রিঙ্কু