প্রতিবেদন : শ্রম আইন লঙ্ঘনের অপরাধে বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ঢাকা আদালত। তবে আপিল করার শর্তে ইউনুস-সহ বাকি দোষীদের ১ মাসের জামিন দেওয়া হয়েছে। সোমবার বিকেল তিনটে নাগাদ ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন।
এই মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ছাড়াও দোষী সাব্যস্ত হয়েছেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মহম্মদ শাহজাহান। তাঁদেরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। বিচারক বলেন, ড. ইউনুস-সহ (Muhammad Yunus) চারজনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন- পাকিস্তানে নিহত মাসুদ আজহার?