পাকিস্তানে নিহত মাসুদ আজহার?

পুলওয়ামা হামলার চক্রীকে ঘিরে তীব্র জল্পনা

Must read

প্রতিবেদন : পুলওয়ামা হামলার মূলচক্রী মাসুদ আজহার (Masood Azhar) মৃত? পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধানের গাড়িতে বিস্ফোরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এরপরই খবর ছড়িয়েছে, ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা মাসুদ আজাহার। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের অঙ্গুলিহেলনে বারবার ভারতকে রক্তাক্ত করেছে এই জঙ্গি।
২০০১ সালের সংসদ ভবনে হামলা, ২০০৫ সালে অযোধ্যায় বিস্ফোরণ, ২০১৯ সালে পুলওয়ামা হামলা-সহ অতীতে বারবার ভারতকে রক্তাক্ত করেছে এই মাসুদ আজহার (Masood Azhar)। তার মৃত্যু ভারতের জন্য যে স্বস্তিদায়ক তা বলার অপেক্ষা রাখে না। সোমবার মাইক্রোব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে একটি গাড়ি বিস্ফোরণে তছনছ হতে দেখা যায়। দাবি করা হচ্ছে, ওই গাড়িতেই ছিল মাসুদ আজহার। ভাওয়ালপুরের একটি মসজিদ থেকে সোমবার ভোর ৫টা নাগাদ ফিরছিল জইশ প্রধান। তখনই ঘটে যায় বিস্ফোরণ। তাৎপর্যপূর্ণভাবে, সম্প্রতি পাকিস্তানে একের পর এক কুখ্যাত সন্ত্রাসবাদী খুনের ঘটনা ঘটছে। গত দুবছরে অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছে অন্তত বারো জন জেহাদি। এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। গত ডিসেম্বরে পাকিস্তানে জেলের মধ্যে ২৬/১১ হামলার অন্যতম চক্রী সাজিদ মীর বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এর আগে গত অক্টোবরে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের সহযোগী মুফতি কায়সের ফারুককে করাচির রাস্তায় গুলিতে ঝাঁজরা করে দেয় একদল দুষ্কৃতী। প্রায় একই কায়দায় করাচিতেই গুপ্তঘাতকদের হাতে নিহত হয় জইশ-প্রধান মাসুদ আজহারের ঘনিষ্ঠ মৌলানা রহিমউল্লা তারিক।

আরও পড়ুন- রামের নাম জপতে হবে এগারোবার, নয়া ফতোয়া জারি

Latest article