প্রতিষ্ঠা দিবসে লড়াইয়ের সংকল্প

Must read

প্রতিবেদন : রাজ্য জুড়ে পালিত হল তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)। নতুন বছরের প্রথম দিনেই জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানের সূচনা হয় রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল’ গানটি দিয়ে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বিধাননগরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবনের ইতিহাস তুলে ধরেন তিনি। কেক কেটে এবং গরিব মানুষদের মশারি ও কম্বল বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। বাঁশদ্রোণীতে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি শিশুদের কেক ও কমলালেবু বিতরণ করেন। দমদমে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আইএনটিটিইউসি-র এনএসসিবিআই কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয়। গিরিশ পার্কে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য বক্সি ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হাওড়া জেলা (সদর) তৃণমূলের উদ্যোগে প্রতিষ্ঠা দিবসে জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন মন্ত্রী অরূপ রায়, উপস্থিত ছিলেন সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ, চেয়ারম্যান লগনদেও সিং প্রমুখ। হুগলির উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব, ছাত্র, মহিলা, সংখ্যালঘু, ও হিন্দি সেলের পরিচালনায় দলীয় পতাকা উত্তোলন করে প্রভাতফেরির মাধ্যমে পালিত হল প্রতিষ্ঠা দিবস (TMC Foundation Day)। মহামায়া শিশু, মাতৃমঙ্গল কেন্দ্র ও উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ফল বিতরণ করা হয় জেলার যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। হরিপাল ব্লক তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে হরিপাল গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল বিতরণ করা হয়। ছিলেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, দেবাশিস পাঠক, সুচন্দ্রা ধোলে প্রমুখ। চুঁচুড়ায় ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উদযাপনে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অসিত মজুমদার। কর্মীদের নিয়ে এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। উত্তর ২৪ পরগনার বারাসতে প্রতিষ্ঠা দিবস উদযাপনে ছিলেন অরুণ ভৌমিক, দেবাশিস মিত্র, পুরপিতা দেবব্রত পাল-সহ অন্যরা। বসিরহাটের অনুষ্ঠানে ছিলেন ব্লক সভাপতি ফরিদ জমাদার, যুব সভাপতি আব্দুল খালেক প্রমুখ। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। হাবড়ার অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী রথীন ঘোষ। কাঁথিতে গদ্দার অধিকারীর পাড়ায় রাতা বারোটায় দলীয় পতাকা তুলে ও কেক কেটে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেন মন্ত্রী অখিল গিরি। এছাড়া দক্ষিণ ও উত্তরের সমস্ত জেলায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে ছিল উন্মাদনা।

আরও পড়ুন- দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জারি লাল সতর্কতা

Latest article