তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে তাঁরা নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। মেঘালয় রাজ্য ও রাজ্যবাসীর উন্নয়নই তাঁদের একমাত্র লক্ষ্য। বুধবার মেঘালয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির বৈঠকের পর বলেছেন দলের অন্যতম নেতা ও বিধায়ক মুকুল সাংমা। সম্প্রতি বেশ কিছু সংবাদমাধ্যম প্রচার করছিল মেঘালয়ের এই তৃণমূল নেতা দল ছাড়তে চলেছেন। বিষয়টি উল্লেখ করে মুকুল নিজেই তাঁর দল ছাড়া সম্ভবনার কথা উড়িয়ে দেন। অন্যদিকে মেঘালয় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী ডাঃ মানস ভুঁইঞা বলেন, মুকুল সাংমা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। তাঁর নেতৃত্বে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। বুধবার শিলংয়ে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলের রাজ্য কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে চার্লস পিংগ্রোপ, মুকুল সাংমা-সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- শনিবারের আগে কমছে না তাপমাত্রা