শনিবারের আগে কমছে না তাপমাত্রা

Must read

আবহাওয়া দফতরের পূর্বাভাসমতো বৃহস্পতিবার সকালেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মোকা। আগামী ৪৮ ঘণ্টায় এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরই রবিবার দুপুরের দিকে তা আছড়ে পড়বে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের উপকূল অঞ্চলে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে, মোকার সেভাবে কোনও প্রভাব পড়বে না বাংলায়। রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে মোকার প্রভাবে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজ্যের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এরই সঙ্গে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলাতেই তাপপ্রবাহ জারি ছিল। যার জেরে বেলা বাড়তেই কার্যত নাজেহাল হতে হয়েছে আমজনতাকে।
শুক্রবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। গরম ও অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও। শনিবার দক্ষিণবঙ্গে গরমের আঁচ কিছুটা কমতে পারে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Latest article