জগন্নাথের অত্যাচার থেকে নদিয়াকে বাঁচাবেন মুকুটমণি ব্রিগেড সমাবেশ থেকে পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রার্থিতালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান-করা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারীকে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়। গতকাল রাতেই রানাঘাট লোকসভা কেন্দ্রে ফিরে আসেন মুকুটমণি। আর ফিরতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল কর্মী-সমর্থকেরা।
আরও পড়ুন-প্রচারের প্রথম দিনেই জনসংযোগে হিট প্রসূন
সোমবার সকাল থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় মুকুটমণির নামে দেওয়াল লিখন। পাশাপাশি দেওয়াল লেখার মধ্যে দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল কর্মীরা। মুকুটমণি বলেন, আমি রানাঘাট বা নদিয়াবাসীর জন্য উন্নয়নের কাজ করতে চাই। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের অত্যাচারে অতিষ্ঠ নদিয়াবাসী। আমার এখন একটাই লক্ষ্য, তাঁর হাত থেকে নদিয়াবাসীকে রক্ষা করা। কারণ, দুর্নীতির অন্যতম পাণ্ডা এই জগন্নাথ সরকার। ওঁর নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।