প্রচারের প্রথম দিনেই জনসংযোগে হিট প্রসূন

কোনও কালক্ষেপ না করে প্রথম দিন থেকেই জোরদার প্রচার শুরু করে দিলেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : কোনও কালক্ষেপ না করে প্রথম দিন থেকেই জোরদার প্রচার শুরু করে দিলেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে তিনি বালির ৩৩ নম্বর ওয়ার্ডে লিলুয়ার পঞ্চানন মন্দিরে পুজো দিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন। সঙ্গে ছিলেন বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়। বাসিন্দাদের বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালান প্রসূন। মেতে ওঠেন আলাপচারিতায়।

আরও পড়ুন-হাওড়া ময়দানকে সাজাতে উদ্যোগী অরূপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হওয়া জনমুখী প্রকল্পগুলি সবাই ঠিকঠাক পাচ্ছেন কি না তারও খোঁজ নেন। আবার অনেক জায়গায় রবিবারের মোহনবাগান-ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ নিয়েও অনেকের সঙ্গে আলোচনায় মেতে ওঠেন। তিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ও ‘অর্জুন’ পুরস্কার বিজয়ী তিনবারের সাংসদ। কখনও ফুটবল আলোচনায়, খোশগল্পে মেতে, কখনও করমর্দন করে, শুভেচ্ছা জানিয়ে প্রথম দিনের প্রচার সারেন। এলাকাবাসীদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে। দলীয় কর্মীদের নিয়ে বালি এলাকায় দেওয়াল লিখনও সারেন প্রসূন। তিনি বলেন, প্রচারের প্রথম দিনই যেভাবে সবাইকে পাশে পেলাম তাতে আমার বিশ্বাস, আগের বারের থেকেও বেশি মার্জিনে জিতব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। সবাই এই জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। তাঁদের আশীর্বাদ নিয়ে এবারও হাওড়ায় বিপুল ভোটে জিতব।

Latest article