হাওড়া ময়দানকে সাজাতে উদ্যোগী অরূপ

তার আগে হাওড়া ময়দান ও সংলগ্ন এলাকা আরও ঝাঁ চকচকে করে তুলতে শেষ মুহূর্তের সমস্ত কাজ খুঁটিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : আগামী শুক্রবার ১৫ মার্চ গঙ্গার নিচে দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালু হচ্ছে। তার আগে হাওড়া ময়দান ও সংলগ্ন এলাকা আরও ঝাঁ চকচকে করে তুলতে শেষ মুহূর্তের সমস্ত কাজ খুঁটিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। এই উপলক্ষে হাওড়া পুরসভায় খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হল। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ডাঃ পি দিপাপপ্রিয়া, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ আরও অনেকে।

আরও পড়ুন-রং-তুলির টানে দেওয়ালে দেওয়ালে ফুটে উঠছে জোড়াফুল

বৈঠকের শেষে মন্ত্রী অরূপ রায় জানান, ‍‘‘মেট্রো চালুর আগে হাওড়া ময়দান চত্বর ঝাঁ চকচকে করে তোলা হচ্ছে। এই উদ্দেশ্যে হাওড়া ময়দান থেকে বাসস্ট্যান্ড সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে ওই চত্বর থেকে পার্কিং প্লেসও সরিয়ে দেওয়া হচ্ছে। মেট্রো গেটের সামনের রাস্তা ফাঁকা থাকবে। তবে সেখানকার একজন হকারকেও কর্মচ্যুত করা হবে না। কারওর রুটি রুজিতে হাত পড়বে না। এই বিষয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।’’ এদিনের বৈঠকে পোড়া মঙ্গলাহাট সংস্কারের বিষয়েও আলোচনা হয়। এই বিষয়ে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে নবান্ন অনুমোদনের পাঠানো হচ্ছে। অনুমোদন এলে সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে।

Latest article