একাধিক রদবদল হল রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষ পদে। রাজ্যের ডিরেক্টর অফ সিকিউরিটির পদ থেকে সরানো হল বিবেক সহায়কে। সেই জায়গায় দায়িত্বে এলেন পীযূষ পাণ্ডে। অতিরিক্ত ডিরেক্টর অফ সিকিউরিটি হলেন মনোজ ভার্মা। তিনি ব্যারাকপুরের কমিশনার পদে ছিলেন। বুধবার, রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এখবর জানানো হয়। মোট ১৫টি পদে রদবদল হয়েছে।
মনোজের জায়গায় ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার করা হবে অজয় ঠাকুরকে। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এসবি) রাজেশ যাদব এবং যুগ্ম কমিশনার সি সুধাকরকে। কল্যাণকুমার মুখোপাধ্যায় ছিলেন ডিআইজি-সিআইডি (স্পেশাল)। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার করা হল। একই সঙ্গে জয়েন্ট কমিশনার করা হল বারাকপুরের জয়েন্ট কমিশনার ধ্রুবজ্যোতি দে-কে। সরানো হয়েছে চন্দননগরের পুলিশ কমিনার অর্ণব ঘোষকেও। সেখানে পুলিশ দায়িত্বে আনা হল অমিত জাভালগিকে। নীরজকুমার সিং ছিলেন এডিজি অ্যাডমিনিস্ট্রেশন। তাঁকে সিজি হোম গার্ড করা হয়েছে৷
আরও পড়ুন: সংস্থাকে কারণ দর্শানোর নোটিশ দিল ডিজিসিএ
শনিবার রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়েছিলেন এক যুবক। পরের দিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার পরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে জরুরি আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর বাড়ির উপরে নজরদারি চালাতে ২টি ওয়াচ টাওয়ার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বাড়ির পিছন দিকে তৈরি হবে অ্যালুমিনিয়ামের সিটের ঘেরাটোপ। মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশকর্মীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ডিজি মনোজ মালব্যকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপরেই এদিন মন্ত্রিসভার বৈঠকে এই রদবদলের সিদ্ধন্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।