যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিয়ানা অঙ্কে সেরা

Must read

প্রতিবেদন : বিশ্বের দ্বিতীয় মহিলা হিসেবে ফিল্ডস মেডেল জিতলেন ইউক্রেনের মারিয়ানা ভিয়াজোভস্কা (Ukrainian mathematician Maryna Viazovska) । ফিল্ডস মেডেলকে অঙ্কের নোবেল সম্মান বলে অভিহিত করা হয়। রাশিয়ার (Russia) আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের মানুষকে এই মেডেল উৎসর্গ করেছেন মারিয়ানা। মারিয়ানার সঙ্গে আরও তিনজন এই পুরস্কার পেয়েছেন। তাঁরা হলেন জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফরাসি হুগো ডুমিনিল-কপিন, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেমস মেনার্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটনের জুন হুহ। হেলসিঙ্কিতে এই পুরস্কার দেওয়া হয় তাঁদের।

আরও পড়ুন: ই-ইউ সদস্যপ্রার্থী দেশের মর্যাদা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে

৩৭ বছরের মারিনার (Ukrainian mathematician Maryna Viazovska) জন্ম কিয়েভে (Kyiv)। পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এক ভিডিয়ো বার্তায় বলেন, ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করলে তাঁর জীবন বড়সড় পরিবর্তন আসে। যুদ্ধের কারণে তাঁর পরিবারের সদস্যদের কিয়েভ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ইউক্রেনীয়দের দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে।

আরও পড়ুন: রাশিয়া থেকে দ্বিগুণ তেল ক্রয় 

উল্লেখ্য, এই আন্তর্জাতিক গণিত সম্মেলন এবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে (Sent Petersburg, Russia) হওয়ার কথা ছিল। উদ্বোধন করার কথা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরেই বহু গণিতজ্ঞ স্থান পরিবর্তনের জন্য চিঠি লেখেন। তাঁদের বক্তব্য মেনেই এই অনুষ্ঠান সরিয়ে নিয়ে যাওয়া হয় ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। উল্লেখ্য, প্রতি চার বছর অন্তর ৪০ বছরের কম বয়সি গণিতজ্ঞদের এই মেডেল এবং ১১,৬০০ ডলার দেওয়া হয়। এর আগে যে ৬০ জন এই মেডেল পেয়েছেন তাঁর মধ্যে ৫৯ জনই পুরুষ।

Latest article