জিতে শীর্ষে মুম্বই

আরসিবির শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র ৯ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। রান পাননি সোফি ডিভাইন (৯) ও এস মেঘনাও (১১)

Must read

বেঙ্গালুরু, ২ মার্চ : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৭ উইকেটে হারিয়ে মেয়েদের আইপিএলে তৃতীয় জয়ের মুখ দেখল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের এক নম্বরে উঠে এল মুম্বই। চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাতেও মুম্বইয়ের জয় আটকায়নি। এদিন প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান তুলেছিল আরসিবি। জবাবে ১৫.১ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান তুলে ২৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মুম্বই।

আরও পড়ুন-বাংলার প্রতি তীব্র বঞ্চনা, মোদির মিথ্যাচারের পাল্টা তোপ তৃণমূলের

আরসিবির শুরুটা একেবারেই ভাল হয়নি। মাত্র ৯ রান করে আউট হন স্মৃতি মান্ধানা। রান পাননি সোফি ডিভাইন (৯) ও এস মেঘনাও (১১)। এরপর রিচা ঘোষ ৭ রান ও সোফি মোলিনাক্স ১২ রান করে প্যাভিলিয়নে ফিরলে, মাত্র ৭১ রানেই ৫ উইকেট খুইয়ে বসেছিল আরসিবি। ওই পরিস্থিতি থেকে দলকে লড়াই করার মতো রানে পৌঁছে দিয়েছিলেন এলিস পেরি ও জর্জিয়া ওয়্যারহ্যাম। দু’জনে মিলে ষষ্ঠ উইকেটে মূল্যবান ৫২ রান যোগ করেন। জর্জিয়া ২৭ করে আউট হলেও, পেরি ৩৮ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে যান। রান তাড়া করতে নেমে ৩.৫ ওভারেই ৪৫ রান তুলে ফেলেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুজ। যস্তিকা ১৫ বলে ৩১ রান করেন। ম্যাথুজের অবদান ২১ বলে২৬। এরপর বাকি কাজটা সারেন নাট শিভার (২৫ বলে ২৭) ও আমেলিয়া কার (২৪ বলে অপরাজিত ৪০)।

Latest article