প্রতিবেদন: প্রথমার্ধে দুরন্ত লড়াইয়ের পর শেষদিকের ভুলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ মহামেডানের (Mohammedan sc)। ৭২ মিনিট পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নদের রুখে দিয়েও মাত্র ৯ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে মুম্বই থেকে খালি হাতে ফিরছে আন্দ্রে চেরনিশভের দল। মহামেডানের হার ০-৩ গোলে। ফ্লোরেন্ট ওগিয়ের কার্ড সমস্যায় খেলতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে মহামেডানের ভারতীয় রক্ষণ শেষদিকে মুম্বইয়ের চাপ সামলাতে ব্যর্থ। গৌরব বোরার আত্মঘাতী গোলের পরপরই লালিয়ানজুয়ালা ছাংতে ও তাহের ক্রোমা গোল করে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন। এই জয়ে প্রথম ছয়ে উঠে এল পিটার ক্র্যাটকির মুম্বই। দশম হারে মহামেডান ১১ পয়েন্ট নিয়ে সবার শেষেই ১৩ নম্বরে।
আরও পড়ুন- কেন্দ্রের কীর্তি! জালিয়াতদের ১৪ লক্ষ কোটি ঋণ মকুব করে দিল সরকার
বিপিনদের থামাতে হিমশিম খাচ্ছিল ফ্লোরেন্টহীন মহামেডান (Mohammedan sc) রক্ষণ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে বিপিনের জোরালো শট দুর্দান্তভাবে বাঁচান মহামেডান গোলরক্ষক পদম ছেত্রী। আরও বার দুয়েক দুর্গ রক্ষা করেন তিনি। তবে মহামেডান লড়ে যাচ্ছিল। হাড্ডাহাড্ডি টক্করে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মেন্ডোজাকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় মুম্বই। তা সত্ত্বেও মুম্বইয়ের গতির সঙ্গে টক্কর দিয়ে লড়াই চালিয়ে যায় মহামেডান। কিন্তু ৭৩ মিনিটে বিশ্রী ভুল করেন গৌরব বোরা। শট আটকানোর জন্য বক্সের বাইরে বেরিয়ে আসেন মহামেডান গোলরক্ষক পদম। কিন্তু গোলকিপারের সঙ্গে বোঝাপড়ার ভুলে বল বিপন্মুক্ত করার বদলে নিজেদের গোলেই হেড করে বসেন বোরা। এই গোলের পরেই আত্মবিশ্বাস হারায় সাদা-কালো রক্ষণ। মিনিট পাঁচেকের মধ্যে দ্বিতীয় গোল মুম্বইয়ের। ৭৮ মিনিটে ছাংতের অনবদ্য গোল। ৮২ মিনিটে মুম্বইয়ের সিরিয়ান মিডিও ক্রোমার দুরন্ত শটে। মহামেডান গোলরক্ষক চেষ্টা করেও জোরালো শট ঠেকাতে পারেননি।