প্রতিবেদন : ডুরান্ড শেষ মহামেডানের (Durand Cup- Mohammedan SC)। যুবভারতীতে রুদ্ধশ্বাস সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হেরে বিদায় নিল সাদা-কালো ব্রিগেড (Durand Cup- Mohammedan SC)। ১-০ গোলে জিতে ডুরান্ড ফাইনালে মুম্বই। খেলার ইনজুরি টাইমে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোলটি করেন বিপিন সিং। রবিবার ফাইনালে হায়দরাবাদ ও বেঙ্গালুরু ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে মুম্বই।
আরও পড়ুন-জীবনের কোর্ট ছেড়ে বিদায় নরেশের
টুর্নামেন্টে অন্যতম ধারাবাহিক দল মুম্বই। প্রতিযোগিতায় ১৮ গোল করে মহামেডানের বিরুদ্ধে নেমেছিল দেস বাকিংহামের দল। একই সঙ্গে ১০টি গোল হজমও করেছিল মুম্বই। প্রতিপক্ষের রক্ষণের ফাঁকফোকর কাজে লাগিয়ে বাজিমাত করতে চেয়েছিল ময়দানের অন্যতম প্রধান। ভাল শুরুও করেছিল মহামেডান। সময় যত গড়িয়েছে আক্রমণ প্রতিআক্রমণে খেলা জমে উঠেছিল। মহামেডানের ডিফেন্সিভ মিডফিল্ডে নুরিদ্দিন খুব ভাল ফুটবল খেলেন। তাঁর জন্যই খেলার ৭০ মিনিট পর্যন্ত গ্রেগ স্টুয়ার্ট, ছাংতেদের নিয়ে গড়া মুম্বইয়ের দুরন্ত আক্রমণভাগ সাদা-কালো রক্ষণে সেভাবে দাঁত ফোটাতে পারেনি। তবু ৫৬ মিনিটে স্টুয়ার্টের অসাধারণ একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মুম্বইয়ের নিশ্চিত গোলটি বাঁচিয়ে দেন মহামেডান গোলরক্ষক জোথানমাভিয়া।
৬৭ মিনিটে দু’টি বদল করেন মুম্বই কোচ। ডিফেন্সে গ্রিফিতকে তুলে আলবার্তো নগুয়েরাকে নামিয়ে আপফ্রন্টে ব্যবহার করা হয়। গুরকিরত সিংকে তুলে গ্রিফিতের জায়গায় খেলান মেহতাব সিংকে। নগুয়েরা নামতেই আক্রমণে ঝাঁঝ বাড়ে মুম্বইয়ের। ইনজুরি টাইমের প্রথম মিনিটেই গোল করে মুম্বইকে জেতান বিপিন।