মুম্বই, ২৭ জুন : রঞ্জি ফাইনালে হেরেই ডিআরএসের দাবি তুললেন মুম্বই কোচ অমল মুজুমদার। তাঁর বক্তব্য হল, বিসিসিআই যদি সত্যিই ঘরোয়া ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে যেতে চায়, তাহলে রঞ্জিতে ডিআরএসের ব্যবহার করতেই হবে।
বেঙ্গালুরুতে মধ্যপ্রদেশের কাছে ফাইনালে হেরে গিয়েছে মুম্বই। কিন্তু এই ম্যাচে ডিআরএসের প্রয়োগ না হওয়া নিয়ে বিসিসিআই প্রশ্নের মুখে পড়েছে। বলা হয়েছিল, এতে অনেক খরচ। যা নিয়ে প্রশ্ন উঠেছে, আইপিএল করে তারা যদি কোটি কোটি টাকা রোজগার করতে পারে, তাহলে ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের পিছনে সেটা খরচ হবে না কেন।
আরও পড়ুন-৩-০ জিতল ইংল্যান্ড
এই পরিস্থিতিতে প্রাক্তন ক্রিকেটার অমল বলেছেন, ‘‘এটা বাড়তি সতর্কতা হিসাবে অবশ্যই রাখা উচিত। ঘরোয়া ক্রিকেটের উন্নয়নের কথা উঠলে এর ব্যবহার আবশ্যিক করতে হবে। এতে ক্রিকেটারদের সুবিধা হবে। তারা দেশের হয়ে খেলার সময় ডিআরএস কল নিয়ে অভ্যস্ত হয়ে যাবে। সঠিক কল করতে পারবে তারা।”
অমল ফাইনালের আম্পায়ারিং নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে তাঁর দলেরই ব্যাটসম্যান সরফরাজ খানের বিরুদ্ধে এলবির আবেদন নাকচ হওয়ায় ডিআরএসের কথা উঠেছিল।
আরও পড়ুন-শেষ ম্যাচে হার হরমনপ্রীতদের
প্রসঙ্গত, রঞ্জিতে একবারই এর আংশিক ব্যবহার হয়েছিল ২০১৯-২০ তে। তার আগের মরশুমে বাংলা সৌরাষ্ট্র ম্যাচে পূজারার বিরুদ্ধে দু’বার আউটের আপিল নাকচ হওয়া নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল।