প্রতিবেদন : বিবাহ বিচ্ছেদের মামলায় যুগান্তকারী নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। ওই মামলার রায়ে আদালত বলেছে, প্রাক্তন স্ত্রী খোরপোশ দেবেন প্রাক্তন স্বামীকে৷ সূত্রের খবর, ২০১৫ সালে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। তাঁদের দাম্পত্য জীবন ছিল ২৩ বছরের। ঔরঙ্গাবাদের একটি স্কুলে শিক্ষকতা করতেন ওই মহিলা।
আরও পড়ুন-”সরফরোশী কী তমন্না”
মামলার পর আদালত তাঁর স্কুলকে নির্দেশ দেয়, শিক্ষিকার বেতন থেকে ৫ হাজার টাকা কেটে নিয়ে জমা করার। যদিও স্বামীর অভিযোগ, ২০১৭ সালে নিম্ন আদালত তাঁর প্রাক্তন স্ত্রীকে অর্থ সাহায্য করার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত খোরপোশ বাবদ একটা টাকাও পাননি তিনি। এর আগে নিম্ন আদালত ওই মহিলাকে নির্দেশ দিয়েছিল মাসিক ৩ হাজার টাকা খোরপোশ দিতে। এই প্রসঙ্গে হাইকোর্ট স্পষ্ট করেছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী, স্বামী এবং স্ত্রী যে কেউই যুক্তিসঙ্গত কারণে একে অপরের কাছ থেকে খোরপোশ দাবি করতে পারেন।