মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার (Mumbai Santacruz)একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার দুপুর ১টা নাগাদ ওই হোটেলে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে হোটেলের তৃতীয় তলায় আগুন লেগেছিল। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। খুব তাড়াতাড়ি উদ্ধারকাজ শুরু করা হয়েছিল। তবু, হোটেলে আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই তিন জনের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন-সরকারি রেকর্ডে হাট-বাজারের জমি
হোটেলে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করেন। দমকলকর্মীরা হোটেলে আটকে পড়া ৮ জনকে উদ্ধার করেন । তাদের সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচ জন গুরুতর আহত। হোটেলের আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল কর্মীরা। কিভাবে হঠাৎ ওই হোটেলে আগুন লাগল সেটা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ এবং দমকল। হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-কপিলমুনির মন্দির বাঁচাতে উদ্যোগ রাজ্যের
হাসপাতাল কর্তৃপক্ষ তরফে খবর, রূপল কাঞ্জি (২৫), কিষাণ (২৮) এবং কান্তিলাল গোরধন ভারা (৪৮) নামে তিন ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আলফা ভাখারিয়া (১৯) এবং মঞ্জুলা ভাখারিয়া (৪৯) আহত এবং চিকিৎসাধীন রয়েছে। হোটেলের তরফে জানা গিয়েছে ১০৩ ও ২০৩ নম্বর কক্ষের গদি পুড়ে গেছে, পাশাপাশি ধোপাখানার কাপড়, সিঁড়ি ও লবিতে থাকা কম্বল এবং প্রথম থেকে তৃতীয় তলার মাঝে থাকা ওয়্যারিংও পুড়ে গেছে।