কপিলমুনির মন্দির বাঁচাতে উদ্যোগ রাজ্যের

সেচমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা আখ্যা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই গঙ্গাসাগরকে অবহেলা করে কেন্দ্র।

Must read

সংবাদদাতা, গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলা ২০২৪-কে সামনে রেখে নদীভাঙন রুখতে কপিলমুনির মন্দিরকে বাঁচাতে এলাকা পরিদর্শন করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক সহ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা, সহ একাধিক দফতরের আধিকারিকরা। গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির এলাকা বারবার ভাঙনের জেরেই চিন্তার ভাঁজ ফেলেছে জেলা প্রশাসনের কপালে। এইভাবে যদি ভাঙতে থাকে আগামিদিনে তাহলে কপিলমুনির মন্দির নিশ্চিহ্ন হয়ে যাবে।

আরও পড়ুন-বারাসতের নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণ,মৃত ৭

ভাঙতে ভাঙতে অনেকটাই এগিয়ে এসেছে বঙ্গোপসাগর, নদী থেকে হাফ কিলোমিটার দূরেই কপিলমুনি মন্দির। যাতে নদীগর্ভে না যায় কপিলমুনির মন্দির সেই জন্য শনিবার দিন জেলা প্রশাসনের একাধিক আধিকারিকদের নিয়ে সেচমন্ত্রী শনিবার এলাকা পরিদর্শন করেন। সেচমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলা আখ্যা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই গঙ্গাসাগরকে অবহেলা করে কেন্দ্র। অথচ বিভিন্ন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসেন। তারপরও এই মেলা নিয়ে রাজনীতি করে যাচ্ছে কেন্দ্র। কপিলমুনির মন্দিরকে বাঁচানোর জন্য কেন্দ্রের কোনও সাহায্য নেই। বারবার বলেও কোনও লাভ হয়নি। তাই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো একটি টিম গঠন করেছে এই গঙ্গাসাগরকে বাঁচানোর জন্য। ২৯ অক্টোবর থেকে এর কাজ শুরু হবে। এর আগে যে পদ্ধতিতে যে কাজ করা হয়েছিল সেই কাজ যদিও চিরস্থায়ী হয়নি, তাই আগামিদিনে পাকাপোক্তভাবে তৈরি করা হবে নদীবাঁধ। কপিলমুনির মন্দিরকে রক্ষা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন ও রাজ্য সরকার।

 

Latest article