বারাসতের নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণ,মৃত ৭

ইতিমধ্যেই, কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণে বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে।

Must read

পূর্ব মেদিনীপুরের এগরার (Egra) ঘটনা মনে করিয়ে দিল উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জের মোছলপুর। বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ দত্তপুকুরের ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ইতিমধ্যেই, কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে রয়েছে দেহাংশ। বিস্ফোরণে বাড়ির দেওয়াল উড়ে গিয়েছে। দেরি না করে, আহতদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দত্তপুকুর থানার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী।

আরও পড়ুন-শাহরুখ ম্যাজিক, অ্যাডভান্স বুকিং শুরুর মধ্যেই টিকিট শেষ

স্থানীয়দের দাবি এখানে বোমা তৈরি করা হত। আজ সকালে হঠাৎ করেই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আশেপাশের বেশ কয়েকটি বাড়ি এর ফলে ক্ষতিগ্রস্ত। ঠিক কী কারণে বিস্ফোরণ তা যদিও এখনও জানা যায়নি। প্রতিবেশীরা এসে দেখেন দশ থেকে বারোটা বডি পড়ে রয়েছে। দু-তিনজনকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছেন তারাই।

এলাকায় পৌঁছেছে দত্তপুকুর থানার পুলিশ। সাধারণ মানুষকে এলাকা থেকে সরানোর চেষ্টা করছেন তারা।চলছে উদ্ধারকাজ।

Latest article