প্রতিবেদন : কলকাতা ডার্বি জিতে আইএসএলের পয়েন্ট টেবলে প্রথম ছয়ে চলে এসেছে মোহনবাগান। রবিবার মুম্বই সিটি এফসি-কে হারাতে পারলে প্রথম চারের মধ্যে চলে আসতে পারে জুয়ান ফেরান্দোর দল। কিন্তু লিস্টন কোলাসোদের সামনে এমন একটা দল, যাদের বিরুদ্ধে আইএসএলে কখনও জয়ের মুখ দেখেনি মোহনবাগান। ইতিহাস বদলানো এবারও সহজ হবে না জুয়ানের দলের কাছে। কিন্তু মোহনবাগানের স্প্যানিশ কোচ ইতিহাস, পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাচ্ছেন না। বরং বিপক্ষকে চাপে রাখতে জুয়ান জানিয়ে দিলেন, তাঁর দলই ভারতসেরা। দল হিসেবে খেলেই তিন পয়েন্ট পেতে ঝাঁপাবেন তাঁরা। শনিবার সকালে প্র্যাকটিস করে দুপুরে মুম্বই রওনা হয় মোহনবাগান। দলের সঙ্গে যাননি ফ্লোরেন্তিন পোগবা।
আরও পড়ুন-চণ্ডীপুর, সুতাহাটায় তৃণমূলের সভা
জুয়ানের কথায়, ‘‘আমি মনে করি, আমার দলই ভারতের সেরা। আমরা যদি দল হিসেবে খেলতে পারি, তা হলে একশো শতাংশ সাফল্য পাব। অবশ্যই মুম্বইয়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কারণ, ওদের দলে ভাল খেলোয়াড় আছে। কিন্তু আমরা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারি, তা হলে ম্যাচটা আমরাই জিতব।’’
আরও পড়ুন-শীতেই ছ’টি জেলায় ২২ ই-ভেসেল
মোহনবাগানের আক্রমণভাগের প্রায় সকলে গোলের মধ্যে। কেরলের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। জনি কাউকোও গোল করেছিলেন। ডার্বিতে গোল পেয়েছেন হুগো বুমোস। গোলের মধ্যে মনবীর সিংও। মুম্বইয়ের বিরুদ্ধে আহমেদ জাহুর বিরুদ্ধে মাঝমাঠে বুমোসের লড়াই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে। একই সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট, পেরেরা দিয়াজ, ছাংতে, বিপিন সিংদের নিয়ে গড়া মুম্বইয়ের শক্তিশালী আক্রমণভাগের বিরুদ্ধে সবুজ-মেরুন রক্ষণেরও বড় পরীক্ষা হতে যাচ্ছে। মুম্বই কোচ দেস বাকিংহাম বললেন, ‘‘শেষ দুটো ম্যাচে মোহনবাগান ওদের শক্তি দেখিয়েছে। তবে আমরা নিজেদের খেলাটাই খেলব।’’